কুমার শানু এলেন রুনা লায়লার বাড়ি
                                        
                                
                            
                            
                            
                                
                                
 
 
                     
                                 
                                 
                                 
                                  
                
                
                                
                          
                                        
                                         
                                                                                    
                                                                             
                                             
                                        
                                        
                                       
                                        
                                             
                                           
                                                                                 
                                                                                
                                                                                 
                                                                                
                                                                                  
                                             
                                             
                                                                                    
                                                                                 
                                     
   
                                             
     
                      
                                     
                                    
                                  বিনোদন ডেস্ক : উপমহাদেশের অন্যতম গুণী কণ্ঠশিল্পী রুনা লায়লা কলকাতার একটি গানের অনুষ্ঠান থেকে ফিরছিলেন। আর নারায়ণগঞ্জের একটি ক্লাবে গান গাওয়ার জন্য বাংলাদেশে এসেছেন ভারতের বিখ্যাত কণ্ঠশিল্পী কুমার শানু। এরপর এই দুই গুণীশিল্পীর দেখা হয়ে যায় বিমান বন্দরে। 
সেখানেই হয় তাদের কুশল বিনিময়। শেষে রুনা লায়লার আমন্ত্রণে রুনার বাড়িতেও আসেন কুমার শানু। ২০১৬ সালের প্রথম দিনে তিনি রুনা লায়লার বাড়ি এসে ঘুরে যান। এসময় সেখানে রুনা লায়লার ভাই সৈয়দ আলী মুরাদ এবং তার স্ত্রী শাকিলা মুরাদও উপস্থিত ছিলেন। 
উল্লেখ্য, অনেক বছর আগে সাউন্ডটেক থেকে প্রকাশিত একটি অ্যালবামে একসঙ্গে গেয়েছিলেন রুনা ও কুমার শানু। পুরো অ্যালবামের সংগীত পরিচালনা করেছিলেন বাপ্পি লাহিড়ী। 
০২ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন
                                          
                                             
                                            
                                                 
               
     
     
    
    
    
 
    
    
 
                                          
                                             �