বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০, ০৮:১৫:৫৮

সুশান্তের বাগানবাড়িতে অনেকদিন একসঙ্গে গিয়েছেন শ্রদ্ধা কাপুর!

সুশান্তের বাগানবাড়িতে অনেকদিন একসঙ্গে গিয়েছেন শ্রদ্ধা কাপুর!

বিনোদন ডেস্ক : ভারতের মহারাষ্ট্রের লোনাভলায় সুশান্ত সিং রাজপুতের পাবনা লেকের বাগান বাড়িতে চলত পার্টি। সুশান্তের বাগান বাড়ির পার্টিতে হাজির হতেন বলিউডের বড় তারকারা। সম্প্রতি সুশান্তের বাগান বাড়িতে অভিযান চালিয়ে হু'ক্কা, অ্যা'শট্রেসহ বিভিন্ন জিনিস উদ্ধার করেছে ভারতের না'রকো'টি'ক্স ক'ন্ট্রো'ল ব্যুরো। ওই ঘ'টনার পর এবার প্রকাশ্যে এলো আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য।

একটি ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সুশান্তের বাগান বাড়িতে যে পার্টির আয়োজন করা হতো, সেখানে নাকি হাজির হতেন অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। ঝিল পেরিয়ে ওই বাগান বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য সুশান্ত একজন নৌকা চালককে নিয়োগ করেন। ওই ব্যক্তির দাবি অনুযায়ী, শ্রদ্ধা কাপুরকে সুশান্তের বাগান বাড়িতে পৌঁছে দিয়েছেন তিনি। শ্রদ্ধার পাশাপাশি রিয়া চক্রবর্তী এবং সারা আলি খানেরও সেখানে যাতায়াত ছিল বলে দাবি করেন ওই ব্যক্তি। 

সারাকে ৩-৪ বার সুশান্তের বাগান বাড়িতে তিনি পৌঁছে দিয়েছেন বলে দাবি করেন। রিয়া সেখানে যেতেন মাঝে মধ্যেই। বলিউডের একাধিক তারকাদের নিয়ে বাগান বাড়িতে সুশান্ত মা'দক পার্টির আয়োজন করতেন বলে দাবি করেন নৌকা চালক। রিয়া চক্রবর্তী, শ্রদ্ধা কাপুর এবং সুশান্ত অনেকদিন একসঙ্গে পাবনা লেকের ওই বাগান বাড়িতে হা'জির হয়েছেন। 

তবে সারা আলি খান কখনও শ্রদ্ধা কাপুর কিংবা রিয়া চক্রবর্তীর সঙ্গে সেখানে হাজির হননি বলেও দাবি করেন ওই ব্যক্তি। এদিকে রিয়া চক্রবর্তীর দেওয়া ভাষ্য অনুযায়ী শিগগিরই সারা আলি খানকে না'রকো'টি'ক্স ক'ন্ট্রো'ল ব্যুরো জি'জ্ঞা'সাবাদ করতে পারে বলে জানা গেছে। সারার পাশাপাশি রকুলপ্রীত সিংকেও শিগ'গিরই ডাকা হবে-এমনটাই খবর। জিনিউজ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে