বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০, ০৯:০৪:২৯

'তোমার শরীরের প্রতিটা ইঞ্চি অসহ্য সুন্দর!'

'তোমার শরীরের প্রতিটা ইঞ্চি অসহ্য সুন্দর!'

বিনোদন ডেস্ক : নিজের পরবর্তী ছবির নায়িকা, আর তার শরীরের নানা অংশ নিয়ে মন্তব্য করে সোশ্যাল মিডিয়ায় ব্যা'পক স'মালো'চনার মুখে পরিচালক রামগোপাল ভার্মা। বেশ কিছুদিন ধ'রেই সোশ্যাল মিডিয়ায় রটে গিয়েছিল, প্র'ব'ল জ্বরে ভু'গছেন বলিউড পরিচালক। যদিও সেই জল্পনায় জ'ল ঢে'লে একেবারে সুস্থ থাকার নিদ'র্শন তুলে ধ'রেছেন রামগোপাল। 

ডাম্বেল হাতে ব্যায়াম করার ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি। বাইসেপ দেখিয়ে ভিডিও পোস্ট করেছেন রামগোপাল ভার্মা। পোস্টেই নিজের শরীরের অবস্থা জানিয়েছেন পরিচালক। আর সেখানে শুভেচ্ছাবার্তা আকারে তার পরের ছবির নায়িকা অপ্সরা রানিও কমেন্ট করেছেন। তিনি লিখেছেন, 'স্যার জি আপনি খুবই স্ট্রং... আর আমি বলছি দারুণ বাইসেপসও, আপনি একজন সত্যিকারের অনুপ্রেরণা।' 

রামগোপাল অবশ্য এই কমেন্ট শুনে পালটা অপ্সরাকে যা লিখেছেন তা অত্য'ন্ত নি'ন্দ'নীয় বলেই মত নে'টিজেনের। রামগোপাল অপ্সরাকে লিখেছেন, 'ধন্যবাদ, কিন্তু আমার বাইসেপস ছাড়ো। আমার বলা উচিত, তোমার শরীরের প্রতিটা ইঞ্চি অসহ্য সুন্দর। আর আমি ভাবতে পারছি না যে অংশগুলো ঢাকা সেগুলো কতটা সুন্দর।'

রামগোপালের এমন মন্তব্যেই তী'ব্র ক'টা'ক্ষের শি'কা'র তিনি। একজন মহিলাকে নিয়ে এমন কু'রু'চিকর মন্তব্যে হ'তবা'ক রামগোপালের ফ্যানেরা। আসলে ওডিশার প্রেমে পড়েছেন বলিউড পরিচালক রামগোপাল ভার্মা। বি'ত'র্ক ছাড়া খুব কম কাজই করেছেন তিনি। কিছুদিন আগেই পরবর্তী ছবির বিষয় অ'না'র কি'লিং করার ফলে পুলিশের কাছে তার নামে অ'ভিযো'গ দা'য়েরের ঘ'ট'না প্রকা'শ্যে এসেছিল। তবে তিনি এই মুহূর্তে ওডিশার দুই অভিনেতাকে নিয়েই ব্যস্ত।

অপ্সরা রানি ও রক কাচ্চির নানা ছবি নিয়েই মেতে রয়েছেন। সোশ্যাল মিডিয়ায় একের পর এক তাদের উষ্ণ ছবি ও ফো'টোশ্যু'ট শে'য়ার করেছেন আরজিভি। রামগোপাল ভার্মার পরের ছবির নায়ক-নায়িকা এই অপ্সরা ও রক। কিছুদিন আগে তাদের একাধিক কা'মঘ'ন ছবি শে'য়ার করেছেন পরিচালক। বার্তা দিয়েছেন তার পরের ছবি ''থ্রি'লার'' মুক্তির জন্য তৈরি। তার নতুন ওয়েব সিরিজ ''থ্রি'লার''-এর মুখ আপাতত এই অপ্সরা রানিই।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে