বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০, ১০:৪৭:৩৯

জনপ্রিয় খল অভিনেতা ডনের মা আর নেই

জনপ্রিয় খল অভিনেতা ডনের মা আর নেই

বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় খল অভিনেতামোহাম্মদ আশরাফুল হক ডনের মা মোয়াজ্জেমা হক (৮৫) মা'রা গেছেন। বুধবার দিবাগত রাত সাড়ে ৩ টা থেকে ৪ টার মধ্যে বা'র্ধ্যক্যজ'নিত কা'রণে মৃ'ত্যবরণ করেন (ইন্নানিললাহি..........রাজিউন)। চিত্রনায়ক জয় চৌধুরী নিষয়টি নিশ্চি'ত করেছেন।

তবে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, 'ডন ভাইয়ের মা ভোর ৫ টায় মা'রা গেছেন, আমার তাঁর বি'দেহী আ'ত্মার মা'গফেরাত কামনা করছি।'

জয় বলেন, 'ডন ভাইয়ের মায়ের বয়স হয়ে গিয়েছিল। প্রায় হাসপাতালে নিতে হচ্ছিল। গত রাতে তিনি মা'রা যান। ম'রহুমাকে বগুড়ায় নিয়ে যাওয়া হচ্ছে বেশ কিছুদিন ধ'রেই তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।' 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে