অল্পের জন্য প্রাণে বাঁচলেন জায়েদ-আইরিন
                                        
                                
                            
                            
                            
                                
                                
 
 
                     
                                 
                                 
                                 
                                  
                
                
                                
                          
                                        
                                         
                                                                                    
                                                                             
                                             
                                        
                                        
                                       
                                        
                                             
                                           
                                                                                 
                                                                                
                                                                                 
                                                                                
                                                                                  
                                             
                                             
                                                                                    
                                                                                 
                                     
   
                                             
     
                      
                                     
                                    
                                  বিনোদন ডেস্ক : শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ শিশু একাডেমির উন্মুক্ত মঞ্চে আয়োজিত ‘মান্না উৎসব ২০১৬’ অনুষ্ঠানটি অনেক জাঁকজমকপূর্ণ আয়োজন করা হয়। তবে এবারই প্রথম এত জাঁকজমকপূর্ণ ভাবে বাংলাদেশের শিল্পীদের অংশ গ্রহণে এই অণুষ্ঠানের আয়োজন করাহয়। এতে ষ্টেজ পারফরমেন্স করে আমিন খান, অমিত হাসান, পপি, ওমর সানি ও মৌসুমির মত জনপ্রিয় তারকারা। কিন্তু এই অনুষ্ঠানে পারফরমেন্স করতে গিয়ে অল্পের জন্য প্রাণে বাঁচলেন বর্তমান সময়ের ঢালিউডের জনপ্রিয় নায়ক জায়েদ খান ও নায়িকা আইরিন সুলতানা।
জানা যায়, বাংলা দেশে এই প্রথম কোন ষ্টেজ পারফরমেন্স করতে গিয়ে কেউ সাড়ে সাতশ সিসি'র মোটর সাইকেল নিয়ে অংশ গ্রহণ করেন। আর তিনি হলেন নায়ক জায়েদ খান। এত সরু রাস্তায় আবার মোটর সাইকের পেছনে ছিলেন নায়িকা আইরিন সুলতানা। এই বিষয়টি ছিল অত্যান্ত ঝুঁকিপূর্ণ। বলাচলে অল্পের জন্যই প্রাণে বেঁচে গেলেন এই দুই তারকা।
অনুষ্ঠানে পারফম করার সময় মঞ্চে উঠতে গিয়ে নায়িকাকে নিয়ে খুব সরু রাস্তায় মোটর সাইকেল চালিয়ে যাচ্ছিলেন এমন সময় হঁঠাৎই চাকা স্লিপ কাটে আর এতেই ঘটে বিপত্তি। কিন্তু নায় জায়েদ খান খুবই দক্ষতার সাথে এই বিষয়টি সামলে নেন। যার কারণেই এই দুর্ঘটনা থেকে প্রাণে বাঁচে তারা। তবে জায়েদ এই বিষয়টি কাউকে বুঝতেই দেননি। নিজেই সাহসিকতার সাথে সব কিছু সামলে নেন। এবং অনুষ্ঠান শেষ করে মঞ্চ ত্যাগ করেন।
২ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই
                                          
                                             
                                            
                                                 
               
     
     
    
    
    
 
    
    
 
                                          
                                             �