নতুন বছরে পপির প্রত্যাশা
                                        
                                
                            
                            
                            
                                
                                
 
 
                     
                                 
                                 
                                 
                                  
                
                
                                
                          
                                        
                                         
                                                                                    
                                                                             
                                             
                                        
                                        
                                       
                                        
                                             
                                           
                                                                                 
                                                                                
                                                                                 
                                                                                
                                                                                  
                                             
                                             
                                                                                    
                                                                                 
                                     
   
                                             
     
                      
                                     
                                    
                                  বিনোদন ডেস্ক : ১৯৯৭ সালে কুলি সিনেমার মধ্যদিয়ে চলচ্চিত্রে পদার্পণ জনপ্রিয় চিত্রনায়িকা পপির।  তার অভিনীত অনেক সিনেমা জনপ্রিয়তা পেয়েছে।  তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ বহু পুরস্কার ও সম্মাননা পেয়েছেন তিনি।  
সব মিলিয়ে ২০১৫ সালটা ভালোই গেছে তার।  নতুন বছরে আরো ভালো কিছু করার ইচ্ছে আছে এ নায়িকার।  তবে ভালো গল্পের নাটক, সিনেমায় কাজ করার আগ্রহ রয়েছে তার।  নতুন বছরে দর্শক মহলে নিজেকে আরো ব্যতিক্রমী দেখাতে চান তিনি।
চিত্রনায়িকা পপি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘দুই বেয়াইয়ের কীর্তি’। ছবিটি ২০১৫ সালের ২৯ মে মাসে মুক্তি পায়।  ছবিটি নির্মাণ করেন প্রয়াত নির্মাতা আবদুল্লাহ আল মামুন। 
দুই বেয়াইয়ের চরিত্রে দেখা যায় আবদুল্লাহ আল মামুন ও এটিএম শামসুজ্জামানকে।  ভালোই জমিয়েছেন তারা।  অন্যদের মধ্যে অভিনয় করেছেন ফেরদৌসী মজুমদার, ফেরদৌস, মীর সাব্বির, তুষার খান, চিকিৎসা বিজ্ঞানী আজাদ খান, প্রয়াত সংগীতশিল্পী আজম খান, আর্ক ব্যান্ডের হাসান, প্রমিথিউসের বিপ্লব।  
২ জানুয়ারি,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম
                                          
                                             
                                            
                                                 
               
     
     
    
    
    
 
    
    
 
                                          
                                             �