ফিরছেন ইন্ডিয়ানা জোনস
                                        
                                
                            
                            
                            
                                
                                
 
 
                     
                                 
                                 
                                 
                                  
                
                
                                
                          
                                        
                                         
                                                                                    
                                                                             
                                             
                                        
                                        
                                       
                                        
                                             
                                           
                                                                                 
                                                                                
                                                                                 
                                                                                
                                                                                  
                                             
                                             
                                                                                    
                                                                                 
                                     
   
                                             
     
                      
                                     
                                    
                                  বিনােদন ডেস্ক : আবার সেই ঘোড়া দৌড়, কাউবয় টুপি পরে গুপ্তধনের সন্ধানে দুর্গম পথে যাত্রা। পদে পদে নাৎসি-তাণ্ডব, লোভী ভিলেনের হাত, লাস্যময়ী ভ্যাম্পের ছলাকলা। বছরের শুরুতেই ইন্ডায়ানা জোনস-ফ্যানদের জন্য দারুণ সুখবর জানালেন ডিজনি পিকচার্সের সিইও তথা চেয়ারম্যান বব ইগার। ২০০৮-এ ‘ইন্ডায়ানা জোনস অ্যান্ড দ্য কিংগডম অফ দ্য ক্রিস্টাল স্কাল’-এর পরে আর পরদায় দেখা যায়নি প্রত্নতত্ত্বের অধ্যাপক ও অভিযাত্রী ইন্ডিয়ানা জোনসকে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ইগার জানিয়েছেন গিয়র্গ লুকাসের ‘স্টার ওয়ারস’ এর সঙ্গে ইন্ডিয়ানা জোনসের নতুন ছবিও নির্মাণের পথে। তবে এবারের ছবিতে হ্যারিসন ফোর্ডের উপস্থিতি থাকবে কি না, তা জানাননি ইগার।
২ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই
                                          
                                             
                                            
                                                 
               
     
     
    
    
    
 
    
    
 
                                          
                                             �