তবে কি পুরানো পেশায় ফিরবেন সানি লিওন?
                                        
                                
                            
                            
                            
                                
                                
 
 
                     
                                 
                                 
                                 
                                  
                
                
                                
                          
                                        
                                         
                                                                                    
                                                                             
                                             
                                        
                                        
                                       
                                        
                                             
                                           
                                                                                 
                                                                                
                                                                                 
                                                                                
                                                                                  
                                             
                                             
                                                                                    
                                                                                 
                                     
   
                                             
     
                      
                                     
                                    
                                  বিনোদন ডেস্ক : পর পর ফ্লপ, পর পরই বেশ কয়েকটি ছবিতে সাইন করেন তিনি। তাতেও দর্শক মজেনি। তা হলে আবারও কি পুরনো প্রফেশনেই ফিরে যাবেন সানি? এই প্রশ্নের আশঙ্কা করে হয়তো নিজে থেকেই এবার মুখ খুললেন ম্যাডাম ‘পিংক লিপস’। 
‘জিসম ২’ দিয়ে বলিউডে খাতা খুলেছিলেন সানি লিওন। একেবারেই চলেনি সে ছবি।  ‘বেবি ডল’ গানটি ছাড়া এখনও পর্যন্ত বলিউডকে সেই অর্থে কোনও হিট দিতে পারেননি সানি।
তা হলে কী আগামী দিনে অন্য কিছু ভাববেন সানি লিওন? আবারও কি পুরনো প্রফেশনেই ফিরে যাবেন তিনি? এই প্রশ্নের আশঙ্কা করে হয়তো নিজে থেকেই এবার মুখ খুললেন ম্যাডাম ‘পিংক লিপস’। 
সানি জানিয়ে দিলেন, তার ছবি হিট না-হলেও এত সহজে হাল ছাড়বেন না তিনি। এক সাক্ষাৎকারে ‘বেবি ডল’ বলেন, দর্শক তাকে যেভাবেই নিক না কেন, ভারতীয় সিনেমা জগৎ ছেড়ে আর কোথাও যাবেন না তিনি।
এই দেশ এবং এখানকার চলচ্চিত্র জগতে তিনি এতটাই স্বচ্ছন্দ বোধ করছেন যে, জীবনের শেষদিন পর্যন্ত এই ইন্ডাস্ট্রির সঙ্গেই যুক্ত থাকবেন।
৩ জানুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/এসএস/এসবি