বিনোদন ডেস্ক : তারুণ্যে ভরা, আসামান্য এক মানুষ আচমকা একদিন সকালে নিজেকে শেষ করে দিতে পারে না।' শনিবার সুশান্তের মৃ'ত্যুতে এইমসের রিপো'র্ট নিয়ে মুখ খুললেন বলিউড কুইন কঙ্গনা রানাউত।
শনিবার এইমসের পক্ষ থেকে সুধীর গুপ্তা বলেন ''সুশান্তের মৃ'ত্যু আত্মহ'ত্যা, খু'নের ত'ত্ত্ব এখানে কোনোভাবেই খা'টছে না।' সুশান্তের দেহে কোনো রকম আ'ঘা'তের চি'হ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছেন চিকিৎসক সুধীর গুপ্তা। এইমসের রিপো'র্টের পরই ফের টুইটারে মুখ খোলেন বলিউডের 'কুইন'।
কঙ্গনা লেখেন, ''তারুণ্যে ভরপুর অসামান্য এক মানুষ আচমকা একদিন সকালে উঠে নিজেকে শেষ করে দিতে পারেন না। সুশান্ত বলেছিলেন, তিনি নি'গ্র'হের শি'কার। ওর অ'ভিযো'গ ছিল, মুভি মা'ফিয়ারা তাকে নি'ষি'দ্ধ করেছে। জীবন সং'হরের আ'শ'ঙ্কা করছিলেন। বলেছিলেন মুভি মাফিয়ার হ'য়রা'নি আর নি'ষি'দ্ধ ঘোষণা করার কথা। তার বি'রু'দ্ধে ভু'য়া ধ'র্ষ'ণের অ'ভিযো'গের কারণে মানসিক অশা'ন্তিতে ভু'গছিলেন তিনি।''
এখানেই শেষ নয়, বেশ কিছু বিষয়ে প্রশ্ন তুলেছেন কঙ্গনা। প্রথমত, সুশান্ত বারবার বলেছিলেন, বড় প্রযোজনা সংস্থা তার ওপর নিষে'ধা'জ্ঞা জারি করেছে। ওর বি'রু'দ্ধে ষ'ড়য'ন্ত্র যারা করেছিল তারা কারা? দ্বিতীয়তা কেন সংবাদমাধ্যম তাকে ভুয়া 'ধ'র্ষ'ণকারী'র ত'ক'মা দিয়েছিল?