মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২০, ১১:৫৮:১৬

মিথ্যা বলেছেন রিয়া! মৃত্যুর আগের রাতেও সুশান্তের সঙ্গে ছিলেন!

মিথ্যা বলেছেন রিয়া! মৃত্যুর আগের রাতেও সুশান্তের সঙ্গে ছিলেন!

বিনোদন ডেস্ক : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে গোটা বলিউডের চিত্রটাই ব'দলে গিয়েছে। সামনে আসতে শুরু করেছে মা'দক যোগ, নেপো'টিজমের মতো ঘ'টনা। সিবিআই তদ'ন্ত শুরু করার পর গ্রে'ফতার করা হয় রিয়া চক্রবর্তীকে। সুশান্তের মৃত্যু নিয়ে জে'রা করলে রিয়া জানিয়েছিলেন, সুশান্ত মানসিক অবসাদে ভোগেন। এবং মা'দক নেন। 

সেই সঙ্গে এই বলেছিলেন, তাদের সম্পর্ক ভে'ঙে গিয়েছিল। এবং রিয়াকে মৃত্যুর বেশ কয়েকদিন আগেই সুশান্তের বাড়ি ছেড়ে দেন। তাকে সুশান্তই চলে যেতে বলেছিলেন। এবং তারপর আর সুশান্তের সঙ্গে যোগাযোগ করেননি রিয়া। তবে রিয়ার এই বক্তব্য এবার মিথ্যা প্রমাণিত হল।

রিয়ার অ্যাপার্টমেন্টের এক প্রতিবেশী দাবি করেছেন, ১৩ জুন সুশান্ত সিং রাজপুতের সঙ্গে দেখা করেন রিয়া চক্রবর্তী। রিয়াকে তার জুহুর অ্যাপার্টমেন্টে নামিয়ে দিয়ে আসেন সুশান্ত। ১৩ জুন সন্ধে ছটা, সাড়ে ছ'টা নাগাদ রিয়াকে তার আপার্টমেন্টে নামিয়ে দিয়ে সেখান থেকে চলে যান সুশান্ত। নিজের চোখে এই ঘ'টনা দেখেছেন বলে দাবি ওই বাসিন্দার।

সূ'ত্রের খবর, রিয়ার প্রতিবেশী জানিয়েছেন, তিনি ১৩ জুন সন্ধ্যা ছ'টা, সাড়ে ছটা নাগাদ রিয়া, সুশান্তকে দেখতে পান। সুশান্ত নিজে গাড়ি চালিয়ে রিয়াকে বাড়িতে পৌঁছে দিয়ে আসেন। শুধু তাই নয়, ৮ জুন সুশান্তের বাড়ি ছাড়ার পর তার সঙ্গে আর দেখা করেননি বলে রিয়া যে দাবি করেন, তার বি'রু'দ্ধে ফুঁ'সে ওঠেন ওই মহিলা। শুধু তাই নয়, ১৩ জুন রিয়ার সঙ্গে সুশান্তের যে দেখা হয়েছিল, সেই ঘ'টনা পুরো রেকর্ড করা রয়েছে বলেও করা হয় দাবি। 

তবে এর আগে মুম্বাইয়ের বিবেকানন্দ গুপ্তা দাবি করেছিলেন, ১৩ জুন সুশান্ত সিং রাজপুতের সঙ্গে দেখা করেন রিয়া চক্রবর্তী। ১৩ জুন রাতে রিয়াকে তার বাড়িতে নামিয়ে দিয়ে আসেন সুশান্ত। যদিও ওই দাবি ন'স্যা'ত করেন প্রয়াত অভিনেতার বন্ধু সিদ্ধার্থ পিঠানি। তিনি জো'র গলায় দাবি করেন, ১৩ জুন রাতে সুশান্তের সঙ্গে কোনওভাবেই দেখা করেননি রিয়া। সবটাই মিথ্যা বলে দাবি করেন সিদ্ধার্থ। তবে এই প্রতিবেশীর কথায় এবার ফের নতুন মোড় নেবে ঘ'টনা।

প্রসঙ্গত, রিয়া চক্রবর্তীকে গ্রে'ফতার করেছে এনসিবি। সুশান্তের মৃত্যুর জন্য তাকে গ্রে'ফতার করা হয়নি। মা'দক যোগ পাওয়ার জন্য জেল হয়েছে রিয়া ও তার ভাই শৌভিকের। তাদের বাড়ি থেকে দেড় কিলো চরস পাওয়া গিয়েছে। এই ঘ'টনার জে'রে দশ বছর জেল হতে পারে রিয়ার। এখনই জামিন পাওয়ার কোনও সম্ভাবনা নেই তার। যদিও রিয়ার উকিলও ছাড়ার পাত্র নয়। অন্যদিকে সুশান্তের মৃত্যুকে এইমস আত্মহ'ত্যা বলেই জানিয়েছে তাদের রিপো'র্টে। তাঁরা ভিসেরা টেস্টের রিপো'র্ট সিবিআইকে তু'লে দিয়েছে। যেখানে বলা হচ্ছে সুশান্ত আত্মহ'ত্যাই করেছেন। সূত্র : নিউজ ১৮

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে