বুধবার, ০৭ অক্টোবর, ২০২০, ০৭:০০:৩১

হাইকোর্ট থেকে জামিন পেলেন রিয়া চক্রবর্তী

হাইকোর্ট থেকে জামিন পেলেন রিয়া চক্রবর্তী

বিনোদন ডেস্ক : মা'দক মামলায় জামিন পেলেন রিয়া চক্রবর্তী। বুধবার (৭ অক্টোবর) সকালে বম্বে হাইকোর্ট তার জামিন মঞ্জুর করেছেন। তবে রিয়ার ভাই শৌভিক চক্রবর্তীর জামিনের আরজি আদালতে খা'রিজ হয়েছে। সুশান্ত সিং রাজপুতকে মা'দক সরবরাহে অ'ভিযু'ক্ত আবদুল পরিহারের জামিনের আরজিও খা'রিজ হয়েছে।

এর আগে, বোম্বে হাইকোর্টে জামিনের আবেদন জানিয়েছেন রিয়া ও তার ভাই শৌভিক। এদিন ১ লাখ টাকার বন্ডে অভিনেত্রীর জামিন মঞ্জুর করা হয়। আদালত জানিয়েছে, আগামী ১০ দিন নিকটবর্তী থানায় হা'জিরা দিতে হবে তাকে। নিজের পাসপোর্টও জমা রাখতে হবে থানায়। পুলিশের অনুমতি ছাড়া গ্রেটার মুম্বাইয়ের বাইরে যেতে পারবেন না তিনি। বিদেশ যেতে গেলেও আদালতের অনুমতি নিতে হবে তাকে।

আদালতে রিয়ার জামিন মঞ্জুর হলে অভিনেত্রীর আইনজীবী সতীশ মানশিন্ডে বলেন, ''আদালতের সিদ্ধান্তে খুশি আমরা। সত্যের জয় হয়েছে। প্র'কৃ'ত ঘ'টনাবলীকেই মেনে নিয়েছে আদালত। আইন মেনেই সিদ্ধান্ত নিয়েছেন বিচারপতি সারং ভি কোতোয়াল।'' বিনা যু'ক্তিতে রিয়াকে গ্রে'ফতার করা হয়েছিল বলেও অ'ভিযো'গ করেন সতীশ মানশিন্ডে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে