বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২০, ০৯:৪২:৩১

আজ কিংবদন্তি চিত্রনায়ক জসিমের মৃ'ত্যুবার্ষিকী

আজ কিংবদন্তি চিত্রনায়ক জসিমের মৃ'ত্যুবার্ষিকী

শুরুটা হয়েছিল খলনায়কের চরিত্র দিয়ে। এরপর দেশের জনপ্রিয় নায়ক। ঢাকাই চলচ্চিত্রে আজও তিনি কিংবদন্তি। বলছি চিত্রনায়ক জসিমের কথা। নন্দিত এই কিংবদন্তির মৃ'ত্যুবার্ষিকী আজ ৮ অক্টোবর। ১৯৯৮ সালের আজকের এই দিনে মস্তিষ্কে র'ক্তক্ষরণজনিত কারণে তিনি মা'রা যান।

চিত্রনায়ক জসিম ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে একজন সৈনিক হিসেবে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরু'দ্ধে ল'ড়াই করেছিলেন। দুই নম্বর সেক্টরে মেজর হায়দারের নেতৃত্বে মুক্তিযু'দ্ধে ল'ড়েছেন তিনি। ১৯৭৩ থেকে তার অভিনয় জীবন শুরু। মৃ'ত্যুর আগ পর্যন্ত তিনি দা'পটের সঙ্গে অভিন'য় করে গেছেন।

জসিমের প্রথম স্ত্রী ছিলেন নায়িকা সুচরিতা। পরে তিনি ঢাকার প্রথম সবাক সিনেমার নায়িকা পূর্ণিমা সেনগুপ্তার মেয়ে নাসরিনকে বিয়ে করেন। মুক্তিযো'দ্ধা নায়ক জসিমের প্রয়াণ দিবসে এমটিনিউজ২৪.কম পরিবারের পক্ষ থেকে রইল গভীর শ্রদ্ধাঞ্জলি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে