একি ঘটনা, অপু বিশ্বাসের প্রেমে পড়ল শামসুজ্জামান!  
                                        
                                
                            
                            
                            
                                
                                
 
 
                     
                                 
                                 
                                 
                                  
                
                
                                
                          
                                        
                                         
                                                                                    
                                                                             
                                             
                                        
                                        
                                       
                                        
                                             
                                           
                                                                                 
                                                                                
                                                                                 
                                                                                
                                                                                  
                                             
                                             
                                                                                    
                                                                                 
                                     
   
                                             
     
                      
                                     
                                    
                                  বিনোদন ডেস্ক : এ টি এম শামসুজ্জামান এবার অপু বিশ্বাসের প্রেমিক হলেন। আবদুল মান্নানের ‘পাংকু জামাই’ ছবিতে একসঙ্গে অভিনয় করছেন তারা। শনিবার এফডিসিতে ছবিটির শুটিং শুরু হয়েছে।
অপু বিশ্বাস বলেন, ছবির গল্পে এ টি এম শামসুজ্জামান আমাকে ভালোবাসেন। আমাকে নিয়ে বিভিন্ন ধরনের স্বপ্ন দেখেন। কল্পনায় আমার সঙ্গে রোমান্টিক গানও করেন। আগামী সপ্তাহে আমার সঙ্গে একটি গানের চিত্রায়ণেও অংশ নেবেন তিনি। দর্শকরা পর্দায় এই অসম প্রেম বেশ উপভোগ করবে বলেই আশা করছি।
ছবির পরিচালক আবদুল মান্নান বলেন, আমার আগের ছবি ‘মন বসে না পড়ার টেবিলে’র জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন এ টি এম ভাই। এবার শুরু থেকেই বলে আসছেন পর্দায় যেন তার গুরুত্ব থাকে। সেই কথার পরিপ্রেক্ষিতে এমন চরিত্র নির্বাচন করেছি। গল্প পড়ে তিনি খুব খুশি হয়েছেন।
‘পাংকু জামাই’ ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন শাকিব খান।
৩ জানুয়ারি, ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/এসএম/ডিআরএ