রবিবার, ১১ অক্টোবর, ২০২০, ০৪:২০:৫৬

নারীরা শালীন পোশাক পরলে ধ'র্ষ'ণ কমতে পারে : অনন্ত জলিল

নারীরা শালীন পোশাক পরলে ধ'র্ষ'ণ কমতে পারে : অনন্ত জলিল

নিউজ ডেস্ক : নারীদের শালীন পোশাক ধ'র্ষ'ণ কমাতে পারে বলে মনে করেন আলোচিত নায়ক-প্রযোজক অনন্ত জলিল। তার মতে, ধ'র্ষ'করা অশা'লীন পোশাক দেখে উ'দ্বু'দ্ধ হয়। সম্প্রতি ধ'র্ষ'ণের প্রতিবা'দে একটি ভিডিও বার্তা তার ফেসবুক পেজে প্রকাশ করেছেন এই তারকা। 

এতে ধ'র্ষ'কদের দৃ'ষ্টা'ন্তমূলক শা'স্তি দেওয়ার লক্ষ্যে সুনির্দিষ্ট আইন ও তা বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছেও অনুরোধ জানান তিনি। ভিডিওর শুরুতে অনন্ত জলিল ধ'র্ষ'কদের উদ্দেশে বলেন, ''যারা ধ'র্ষ'ণ করছো, তোমরা অমানুষ। তোমাদের তুই করে বলা উচিত। তোমাদের স্ত্রী কন্যাকে কেউ যদি ধ'র্ষ'ণ করে কেমন লাগবে তোমাদের? তোমার হয়তো ভালোই লাগবে, না হলে অন্যের মা-বোনকে তো রে'প করতে পারতে না। তোমার যে মনুষ্যত্ব সেটা তো ম'রে গেছে। তোমাদের কারণে সারা দেশে আ'ন্দো'লন হচ্ছে, এতে করে বি'ঘ্নি'ত হচ্ছে মানুষের জীবনযাপন। জেনে রাখো, তোমাদের জীবনেও একজন নারী আসবে, যদি এখনও বিয়ে না করো।''

এরপর মেয়েদের উদ্দেশে কথা বলেন অনন্ত। বলেন, ‌''একজন ভাই হিসেবে তোমাদের কিছু কথা বলতে চাই। তোমরা যারা সিনেমা, টেলিভিশন দেখে তাদের মতো অশা'লীন কাপড় পরে বের হও, নিজেকে খুব মডার্ন ভাবো? এসব ড্রেসআপ দেখে চেহারার দিকে না তাকিয়ে বখা'টেরা তোমার ফিগারের দিকে তাকায়, এরপর বিভিন্ন মন্তব্য করে এবং রেপ করার চিন্তা তাদের মাথায় আসে। নারীদের টিশার্ট পরার কারণে 'ইজ্জত শেষ' হয়ে যায় বলেও মন্তব্য করেন এই পোশাক ব্যবসায়ী।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে