বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০, ০৬:৪৯:০৪

আত্মহ'ত্যা করেছেন সুশান্ত! হ'ত্যার অভিযোগ খা'রিজ করতে যাচ্ছে সিবিআই

আত্মহ'ত্যা করেছেন সুশান্ত! হ'ত্যার অভিযোগ খা'রিজ করতে যাচ্ছে সিবিআই

বিনোদন ডেস্ক : সুশান্ত সিং রাজপুত জুনের ১৪ তারিখ আ'ত্মহ'ত্যা করেন। তারপর থেকে বদলে যায় গোটা বলিউডের চিত্র। সারা দেশ জুড়ে মানুষ সুশান্তের মৃত্যুর প্র'তিবা'দ করেন। তারা বলতে শুরু করেন এটা খু'ন। কঙ্গনা রানাওয়াত, শেখর সুমনের মতো সেলেবরাও এই মৃত্যুকে খু'নই সন্দে'হ করেছেন। সুশান্তের পরিবারের পক্ষ থেকেও সিবিআই তদন্তের দাবি করা হয়। 

যদিও মুম্বাই পুলিশ আগেই বলে দিয়েছিল, সুশান্ত আত্মহ'ত্যাই করেছেন। তবে সকলের দাবি মেনে সিবিআই তদ'ন্ত শুরু হয়। চার মাস কে'টে গেলেও তদ'ন্ত রিপো'র্ট পাওয়া যাচ্ছিল না। এর মধ্যেই AIIMS-এর ডাক্তাররা তাদের তদ'ন্ত রিপো'র্টে জানিয়েছেন সুশান্ত আত্মহ'ত্যা করেছেন খু'ন নয়। সেই রিপো'র্ট সিবিআইকে পাঠিয়েও দিয়েছে। সূত্রের খবর, এবার সিবিআই AIIMS-এর রিপোর্টের সঙ্গে এক মত। সিবিআই-ও সুশান্তের মৃত্যুকে আত্মহত্যাই বলছে। 

কয়েক দিনের মধ্যেই এই রিপো'র্ট তারা বিহার আদালতে পেশ করবে। এবং সুশান্তের মৃত্যুর জন্য রিয়ার ওপর যে অ'ভিযো'গ তোলা হয়েছিল, তাও খা'রিজ করেছে সিবিআই। রিয়া কোনওভাবেই সুশান্তের মৃত্যুর জন্য দা'য়ী নয়। তবে সুশান্তের মৃত্যুর তদ'ন্তের শেষ মন্তব্যে বা রিপো'র্টে পৌছে গিয়েছে  সিবিআই এ খবর সূত্র থেকে পাওয়া গেলেও, সিবিআই কিন্তু জানিয়েছে এ খবরের সত্যতা নেই। তাদের তদন্ত এখনও চলছে বলেই জানিয়েছে সিবিআই।

এদিকে গতকাল হঠাৎ করেই সুশান্ত সিং রাজপুতের দিদির সব কটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব'ন্ধ করে দেওয়া হয়। ওই আ্যাকাউন্ট থেকে প্রধানমন্ত্রীর কাছে সঠিক তদ'ন্তের আরজি জানিয়েছিলেন দিদি শ্বেতা। সেখান থেকেই বার বার সুশান্তের মৃত্যুর প্রতিবা'দ করছিলেন তিনি। সেই অ্যাকাউন্ট সন্দে'হজনক ভাবে ব'ন্ধ করে দেওয়া হয়। এর পরই সূত্রের খবর সুশান্তের মৃত্যুকে আত্মহ'ত্যাই মানছে সিবিআই।

প্রসঙ্গত, এর আগেও সুশান্তের মৃত্যু নিয়ে  AIIMS-এর তাদের রিপো'র্ট জানানোর পর বহু মানুষ বিদ্রো'হ করেছিলেন। সিবিআই রিপো'র্টের পর ফের কি হতে চলেছে, তা ভবিষ্যৎই বলতে পারে। আপাতত সুশান্ত যে অব'সাদে ভু'গে আত্মহ'ত্যা করেছেন তাই মেনে নিচ্ছে সিবিআই। সূত্রের খবর অনুযায়ী কয়েকদিনের মধ্যেই বিহার কোর্টে রিপোর্ট জমা দেবে সিবিআই।  

তবে সুশান্ত যে মাদকাসক্ত ছিলেন তা তদ'ন্তে জানিয়েছিলেন সিবিআই। মা'দক ও জীবন যাপনের কারণেই হয়ত তার মনে অব'সাদ বাসা বেঁধেছিল। কেউ তাকে মা'রতে চায়নি। তবে সুশান্ত মামলায় রিয়াকে ছাড়পত্র দেওয়া হলেও, মা'দকযোগের মামলা চলবে। সেই মামলায় সহজে মুক্তি পাবেন না রিয়া। সূত্র : নিউজ ১৮

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে