পারিবারিক গেম শো ‘আব্বুলিশ’
                                        
                                
                            
                            
                            
                                
                                
 
 
                     
                                 
                                 
                                 
                                  
                
                
                                
                          
                                        
                                         
                                                                                    
                                                                             
                                             
                                        
                                        
                                       
                                        
                                             
                                           
                                                                                 
                                                                                
                                                                                 
                                                                                
                                                                                  
                                             
                                             
                                                                                    
                                                                                 
                                     
   
                                             
     
                      
                                     
                                    
                                  বিনোদন ডেস্ক : নতুন বছর থেকে শুরু হচ্ছে ‘আব্বুলিশ’ গেম শো। ৪ জানুয়ারি সোমবার থেকে ভারতের ‘কালার্স বাংলা’ শুরু হবে এই শো। সোমবার থেকে বুধবার, সপ্তাহে তিনদিন রাত ৯টা’র পর থেকে দেখানো হবে এই শো। জানা যায়, অনেক দিন থেকেই  ‘কালার্স বাংলা’ এবং ‘কালার্স ওড়িয়া’ একটি পারিবারিক গেম শোর কথা ভাবছিল। আর সেই ভাবনা থেকেই গেম শো  ‘আব্বুলিশ’। যে শো পরিবারের সকলে এক সাথে বসে দেখতে পারবেন দর্শক। এই শোটির প্রতিটি পর্বে মোট চারটি রাউন্ড থাকবে। এবং সবশেষে থাকবে জ্যাকপট রাউন্ড।
প্রতি পর্বে চারজন সেলিব্রিটি অংশ নেবেন। এক একটি রাউন্ডের শেষে প্রতিযোগীরা তাদের পারফরম্যান্সের প্রেক্ষিতে পয়েন্ট পাবেন। শো’য়ের শেষ লগ্নে সেই পয়েন্টের বিনিময়ে ক্যাশ প্রাইজ পাবেন প্রতিযোগীরা। শো’টির পরিচালনার দায়িত্বে রয়েছেন শুভঙ্কর চক্রবর্তী। এবং সঞ্চালনা করবেন সোনালি চৌধুরী এবং সায়ন ঘোষ।
৩ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই
                                          
                                             
                                            
                                                 
               
     
     
    
    
    
 
    
    
 
                                          
                                             �