কেন রাজকুমারের বাসায় কঙ্গনা?
                                        
                                
                            
                            
                            
                                
                                
 
 
                     
                                 
                                 
                                 
                                  
                
                
                                
                          
                                        
                                         
                                                                                    
                                                                             
                                             
                                        
                                        
                                       
                                        
                                             
                                           
                                                                                 
                                                                                
                                                                                 
                                                                                
                                                                                  
                                             
                                             
                                                                                    
                                                                                 
                                     
   
                                             
     
                      
                                     
                                    
                                  বিনোদন ডেস্ক : ভুল ভাঙালেন স্বয়ং কঙ্গনাই।  রাজকুমার হিরানি তুলছেন সঞ্জয় দত্তের বায়োপিক।  এ ছবিতে নাকি সঞ্জয়ের তৃতীয়া স্ত্রী মান্যতার ভূমিকায় কঙ্গনার আসার কথা।  এমন গুজবে মজেছিলেন অনেকেই।  অবশ্য রাজকুমারের বাসায় কঙ্গনার সফর নিয়ে এমন গুঞ্জন।  
সঞ্জয় দত্তের বায়োপিকে কঙ্গনা থাকছেন কি না তা নিয়ে গুঞ্জন ভাইরাল হয়ে পড়েছিল টিনসেল টাউনে।  অবশেষে মুখ খুললেন কঙ্গনা রানাউত।
রাজকুমার হিরানির ছবি ‘দত্ত’ আসলে অভিনেতা সঞ্জয় দত্তের বায়োপিক। সঞ্জয়ের বহু বর্ণিল জীবনের একটি বিশেষ অংশকে নিযেই ছবি করছেন রাজকুমার।  
ছবিটিতে মুখ্য নারী-চরিত্র একাধিক।  চরিত্রগুলোর একটিতে অভিনয় করছেন দীপিকা পাডুকোন।  আরেকটি চরিত্রে কঙ্গনাকে দেখা যাবে, এ মর্মে গুজব রটেছিল।
সম্প্রতি সেই গুঞ্জনের অবসান ঘটালেন কঙ্গনা নিজেই।  একটি অনলাইন পোর্টালে তিনি জানিয়েছেন, এ ছবির জন্য তার কাছে কোনো অফারই আসেনি।  তিনি বিশাল ভরদ্বাজের ‘রেঙ্গুন’ ছবি নিয়ে এ মুহূর্তে ব্যস্ত রয়েছেন।
কয়েক মাস আগে রাজকুমার হিরানির বাড়ি থেকে কঙ্গনাকে বের হয়ে আসতে দেখে ‘দত্ত’ ছবিতে তার কাস্টিং নিয়ে বিভিন্ন কথা হাওয়ায় ভাসতে শুরু করে। পরে জানা যায়, অন্য কারণে তিনি রাজকুমারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন।  
হিরানির পরিচালনায় তিনি এক বিজ্ঞাপনে অভিনয় করেছেন।  তারই সুবাদে সেই সফর।  সঞ্জয়ের তৃতীয়া স্ত্রী মান্যতার ভূমিকায় কঙ্গনা আসতে পারেন, এমন জল্পনা ব্যর্থ হওয়ার পর মান্যতার রোলে কে নামছেন শেষ পর্যন্ত তা জানা যায়নি।
৩ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম
                                          
                                             
                                            
                                                 
               
     
     
    
    
    
 
    
    
 
                                          
                                             �