আব্রামের সাথে দেখা করতে শাহরুখের বাড়িত ছোটা ভীম
                                        
                                
                            
                            
                            
                                
                                
 
 
                     
                                 
                                 
                                 
                                  
                
                
                                
                          
                                        
                                         
                                                                                    
                                                                             
                                             
                                        
                                        
                                       
                                        
                                             
                                           
                                                                                 
                                                                                
                                                                                 
                                                                                
                                                                                  
                                             
                                             
                                                                                    
                                                                                 
                                     
   
                                             
     
                      
                                     
                                    
                                  বিনোদন ডেস্ক : শাহরুখ খানের বাড়ি ‘মন্নত’-এর সামনে গিয়ে দরজায় বেল বাজালেন ছোট ভীম। দৌড়ে এসে দরজা খুললেন ছোট আব্রাম। দরজা খুলেই অবাক, তাকেই খোঁজ করল তারই উচ্চতার সেই ছোট ভীম। প্রথমটাই অবাক হলেও পরে দারুণ খুশি হয় ছোট খান। এর পরে দিনভর নতুন খেলার সঙ্গীকে নিয়ে সময় কাটে তার।
কারণ ছোট থেকেই স্বপ্ন ছিল ছোট ভীমকে সামনে থেকে দেখার। আজ সেই স্বপ্ন পুরণ হয়ে গেল। ছোট ভীম নিজে থেকে এসেই তার সাথে দেখা করলো। একে শাহরুখের ছোট ছেলে, তার উপর অ্যানিমেশন নিয়ে পাগল। সে খবর কি আর চাপা থাকে! তাই বাদশা খানের ছেলেকে খুশি করতে খোদ ছোট ভীম নিজেই পৌঁছে গেল শাহরুখের বাড়ি।
‘গ্রিন গোল্ড অ্যানিমেশন’-এর সিইও রাজীব চিলাকা জানতে পারেন আব্রামের এই ইচ্ছের কথা। তাদের প্রযোজনায় অ্যানিমেশন সিরিজ ‘ছোটা ভীম’ ইতিমধ্যেই বাচ্চাদের কাছে বেশ জনপ্রিয় হয়ে ওঠেছে। শাহরুখপুত্রের এই ভালবাসার কথা জেনে দেরি না-করে অর্ডার দিয়ে বানিয়ে দেন আব্রামের সাইজেরই এক ছোট ভীম।
৩ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই
                                          
                                             
                                            
                                                 
               
     
     
    
    
    
 
    
    
 
                                          
                                             �