রবিবার, ০৩ জানুয়ারী, ২০১৬, ০৭:৩৯:৩৫

হলিউডের বিখ্যাত অভিনেতার মৃত্যুর খবর গুজব

হলিউডের বিখ্যাত অভিনেতার মৃত্যুর খবর গুজব

বিনোদন ডেস্ক : বিখ্যাত হলিউড অভিনেতা, রবার্ট রেডফোর্ড মারা গেছেন। রিপরবার্টরেডফোর্ড নামক এই হ্যাশট্যাগটি নিমেষে ভুয়া গুজব ছড়ায় ৩১ ডিসেম্বর রাতে। অভিনেতার পাবলিসিস্ট সিন্ডি বার্জার জানিয়েছেন এই খবর একেবারে মিথ্যা। ২০১৫ সাল শেষ হওয়ার আগের রাতে আচমকাই এমন একটি ভুয়া খবর প্রকাশ হয় ট্যুইটার অ্যাকাউন্ট থেকে। আর ঘোষণা করা হয় যে বর্ষীয়ান হলিউড অভিনেতা রবার্ট রেডফোর্ড আর বেঁছে নেই। খবরটি প্রায় সঙ্গে সঙ্গেই ছড়িয়ে যায় সারা পৃথিবীতে। মুহূর্তে ভাইরাল হয় ‘রিপরবার্টরেডফোর্ড’ নামক হ্যাশট্যাগটি। ঘটনাটি বার্জারের চোখে পড়তেই সঙ্গে সঙ্গে রেডফোর্ডের বাড়িতে যোগাযোগ করেন তিনি এবং জানতে পারেন যে ৭৯ বছরের রেডফোর্ড সুস্থ এবং ভাল আছেন। বার্ধক্যজনিত কোনও জটিলতা নেই, শরীর-স্বাস্থ্যের দিক থেকে তিনি একেবারেই চাঙ্গা। রেডফোর্ডের সঙ্গে সরাসরি কথা বলে এ কথা জানতে পেরে সঙ্গে সঙ্গেই সংবাদমাধ্যম এবং সোশাল মিডিয়ায় খবরটি জানিয়ে দেন সিন্ডি এবং গোটা ঘটনাটির অত্যন্ত ত্যন্ত নিন্দা করেন। জানা গিয়েছে, যে টুইটার প্রোফাইল থেকে এই মৃত্যুর মিথ্যা খবরটি ছড়ানো হয়, সেই টুইটার অ্যাকাউন্ট থেকে এর আগেও একই রকম ভাবে জন ট্রাভল্‌টা-সহ অন্যান্য সেলিব্রিটিদের মৃত্যুর ভুয়ো খবর ছড়ানো হয়েছিল। তাই অনেক দিন থেকেই প্রোফাইলটি টুইটারের সন্দেহভাজন তালিকায় রয়েছে। রবার্ট রেডফোর্ডের ইনস্টাগ্রাম বা টুইটার প্রোফাইল নেই। তাই এই ঘটনার পর তার কি প্রতিক্রিয়া তা সরাসরি এই অভিনেতার কাছ থেকে জানা যায়নি। ৩ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে