১২ তলা সিঁড়ি বেয়ে মন্ত্রীর বাড়িতে অভিনেত্রী
                                        
                                
                            
                            
                            
                                
                                
 
 
                     
                                 
                                 
                                 
                                  
                
                
                                
                          
                                        
                                         
                                                                                    
                                                                             
                                             
                                        
                                        
                                       
                                        
                                             
                                           
                                                                                 
                                                                                
                                                                                 
                                                                                
                                                                                  
                                             
                                             
                                                                                    
                                                                                 
                                     
   
                                             
     
                      
                                     
                                    
                                  বিনোদন ডেস্ক : ১২ তলা সিঁড়ি বেয়ে মন্ত্রীর বাড়িতে জনপ্রিয় এক অভিনেত্রী। কেন তিনি মন্ত্রীর বাড়িতে? জানতে চাইলে চোখ রাখুন এই প্রতিবেদনে।
পদ্মভূষণ সম্মানের জন্য মরিয়া মন্ত্রীর কাছে ‘দয়া-ভিক্ষা’ করেছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আশা পারেখ। 
এ বিষয়ে কথা বলতে পায়ে হেঁটে মন্ত্রীর অ্যাপার্টমেন্টের ১২ তলা সিঁড়ি বেয়ে তার সঙ্গে দেখা করেন তিনি।  এমনই বিস্ফোরক ঘটনার কথা প্রকাশ করলেন স্বয়ং কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকড়ি।
নাগপুরে একটি অনুষ্ঠানে কেন্দ্রীয় পরিবহনমন্ত্রী নীতিন গডকড়ি বলেন, পুরস্কার দেয়াটা এখন মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।  পুরস্কার পেতে মরিয়া নামিদামি সেলিব্রিটিরা সুপারিশের জন্য তাড়া করে বেড়ান।  
গডকড়ি বলেন, ফিল্মের অভিনেত্রী আশা পারেখ পদ্মভূষণ পুরস্কারে তার নাম সুপারিশের আর্জি জানাতে আমার কাছে এসেছিলেন।  আমার অ্যাপার্টমেন্টের লিফ্টটা ঠিকমতো কাজ করছিল না।  সেজন্য তিনি আমার সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করার জন্য পায়ে হেঁটে ১২ তলায় উঠেন।  এতে সত্যিই আমার খুব খারাপ লেগেছে। 
তিনি বলেন, ভারতীয় সিনেমায় প্রচুর অবদানের জন্য আশা পারেখের নাম পদ্মভূষণ পুরস্কার প্রাপকের তালিকায় রয়েছে বলেও জানিয়েছেন তিনি।
২০১৪ সালে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ও ১৯৯২ সালে পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন আশা পারেখ।
৩ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম
                                          
                                             
                                            
                                                 
               
     
     
    
    
    
 
    
    
 
                                          
                                             �