চলচ্চিত্র আমাকে খুবই হতাশ করেছে : শখ
                                        
                                
                            
                            
                            
                                
                                
 
 
                     
                                 
                                 
                                 
                                  
                
                
                                
                          
                                        
                                         
                                                                                    
                                                                             
                                             
                                        
                                        
                                       
                                        
                                             
                                           
                                                                                 
                                                                                
                                                                                 
                                                                                
                                                                                  
                                             
                                             
                                                                                    
                                                                                 
                                     
   
                                             
     
                      
                                     
                                    
                                  বিনোদন ডেস্ক : অভিনেত্রী ও মডেল আনিকা কবির শখ পরো বছরজুড়েই ছোট ও বড়পর্দায় খুবই ব্যস্ত সময় পার করেছেন। যদিও ছোটপর্দার তুলনায় বড়পর্দায় খানিকটা ভাটা পড়েছে। তবে ছােটপর্দায় নিয়মিত অভিনয় করে সেই সব সমালােচনা কাটিয়ে গেছেন তিনি। তবে নতুন বছরে নিজের ক্যারিয়ারকে একটু আলাদা করে সাজানোর পরিকল্পনা রয়েছে শখের। 
একেবারে বছরের শুরু থেকেই নাটক পাড়ায় ব্যস্ত আছেন তিনি। তবে চলচ্চিত্র নিয়ে এ বছরে তার তেমন কোন পরিকল্পনা নেই বললেই চলে। কারণ এই পর্যন্ত এই শখের দুটি চলচ্চিত্র মুক্তি পেলেও সেই চলচ্চিত্রগুলো তেমন কোন সফলতার মুখ দেখেনি। তার কারণেই চলচ্চিত্রের বিষয়ে খুবই হতাশ শখ। আর এই কারণেই তিনি জানান, ‘একজন তারকার জীবনে বড়পর্দায় অভিনয় একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এর আগে আমার দুটি ছবি মুক্তি পেয়েছে সেই ছবিগুলো ব্যাবসার দিক থেকে তেমন কোন সফলতা না পাওয়ায় সে দিকে আপাতত এখন হাত বাড়াতে চাইনা। তবে চলচ্চিত্র আমাকে খুবই হতাশ করেছে। আর এ জন্যই এখন চলচ্চিত্র নিয়ে আমার তেমন কোন পরিকল্পনা নেই। তবে চলচ্চিত্রকে একেবারে বাদায় জানাবো না। অভিনয়ের আগে অবশ্যই ছবির গল্প, বাজেট এবং নির্মান করছেন কে এই বিষয়টি একটু ভালো ভাবে যাচাই করে তারপর কাজ করতে চাই। তবে এটা সত্য বড় বাজেটের চলচ্চিত্র ছাড়া আর আমি চলচ্চিত্রে অভিনয় করবো না।’
বর্তমানে শখ একাধিক ধারাবাহিক ও একক নাটক নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি তিনি মোশাররফ করিমের সাথে জুটি বেঁধে ‘আমার ইচ্ছে করে না’ শিরোনামে একটি একক নাটকে অভিনয় করেছেন। এছাড়াও এখন তিনি ধারাবাহিক নাটকগুলোতে নিয়মিত হওয়ার চেষ্টা করছেন। এবিষয়ে শখ বলেন, ‘আমি অনেকদিন ধারাবাহিক নাটক থেকে দূরে ছিলাম। আর দূরে থাকতে চাইনা তাই এখন একক নাটকের পাশাপাশি নিয়মিত ধারাবাহিক নাটকেও অভিনয় করবো।’
৩ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই
                                          
                                             
                                            
                                                 
               
     
     
    
    
    
 
    
    
 
                                          
                                             �