রবিবার, ০১ নভেম্বর, ২০২০, ০৪:৪৬:২৭

ফ্রান্সে মহানবী (সা.)-কে অবমাননার প্রতিবাদ জানালেন তানজিন তিশা

ফ্রান্সে মহানবী (সা.)-কে অবমাননার প্রতিবাদ জানালেন তানজিন তিশা

বিনোদন ডেস্ক : ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে অ'বমা'ননার প্রতি'বাদে উ'ত্তা'ল সারা বিশ্বের মুসলমানেরা। এ ঘ'টনার তী'ব্র নি'ন্দা জানিয়েছেন অনেকেই। প্রতি'বাদে ফরাসি পণ্য ব'য়ক'টের ঘোষণায় ধ'স নেমেছে দেশটির পূজিঁবাজারে। বাংলাদেশ থেকেও প্রতিবাদ করেছেন মুসলমানেরা। বাদ পড়েননি শোবিজ তারকারাও।

রোবাবার (১ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে এ ঘটনার প্রতিবাদ জানিয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। তিনি লিখেছেন, ''আমরা যারা মুসলিম ঘরের সন্তান, মুসলমান আমাদের বোধ হবার পর থেকেই একজন মানুষকে অনেক ভালোবাসি তিনি হলেন আমাদের প্রিয় নবী এবং রাসুল হযরত মুহাম্মদ ( সা. )। আল্লাহ নিজে যাকে সর্বোচ্চ সম্মান এবং মর্যাদা দিয়েছেন কেউ তার সম্মান এবং মর্যাদা একটুও ক্ষু'ণ্ণ করতে পারে বলে আমি বিশ্বাস করি না। আমার এই পোস্টের মাধ্যমে বিশ্বব্যাপী নবী করিম ( সা.) কে নিয়ে ব্য'ঙ্গ, বি'দ্রু'প এবং সকলপ্রকার অ'পপ্র'চার এবং মি'থ্যাচা'রের প্রতিবাদ জানাই।''

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে