রবিবার, ০১ নভেম্বর, ২০২০, ০৯:৫৫:৪৭

নিজের ধর্মকে শ্রদ্ধা আর হিন্দুধর্ম নিয়ে মশকরা, মীরের কাণ্ডে 'মীরাক্কেল' বয়কটের ডাক

নিজের ধর্মকে শ্রদ্ধা আর হিন্দুধর্ম নিয়ে মশকরা, মীরের কাণ্ডে 'মীরাক্কেল' বয়কটের ডাক

বিনোদন ডেস্ক : ফের একবার নে'টজনতার রো'ষের মুখে পড়লেন জনপ্রিয় কৌতুকাভিনেতা মীর আফসার আলি। ধর্মীয়, সা'ম্প্রদা'য়িক বিষয় নিয়ে অযথা তা'মা'শা ও দ্বৈত মনোভাব পো'ষন করার অ'ভিযো'গ এনে মীরকে কা'ঠগ'ড়ায় দাঁড় করিয়েছে নেটিজেনদের একাংশ।

শুরুটা হয়েছিল দূর্গাপুজোয়। দূর্গাপুজোর পাঁচ দিনই সোশ‍্যাল মিডিয়ায় অনুরাগীদের শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেন মীর। কিন্তু গ'ন্ডগো'লটা হয় তার শুভেচ্ছা জানানোর ভঙ্গিতে। এক একদিন এক এক রকম কৌতুকপূর্ণ ছবি দিয়ে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী ও নবমীর শুভেচ্ছা জানান মীর। অথচ সম্প্রতি নবী দিবসে খুবই সাধারন ভাবে সকলকে শুভেচ্ছা জানান তিনি।

এরপরেই সোশ‍্যাল মিডিয়ায় ওঠে শোরগোল। নে'টিজেনদের একাংশ দ্বিচারিতার অ'ভিযো'গ আনে মীরের প্রতি। দূর্গাপুজোয় এমন কৌতুকপূর্ণ পোস্ট করে শুভেচ্ছা অথচ নবী দিবসে দিব‍্যি 'মার্জিত' পোস্ট, অভিনেতার এমন আচরণের কারণ জানতে চান বিক্ষু'ব্ধ নে'টিজেনরা।

এমনকি ওঠে মীরের সঞ্চালিত জনপ্রিয় রিয়েলিটি শো 'মীরাক্কেল' বয়'কট করার দাবিও। অভিনেতার উদ্দেশে একের পর এক তো'প দা'গতে থাকেন নেটিজেনরা। এক ব‍্যক্তি তী'ব্র ক'টাক্ষ করে মন্তব‍্য করেন, ''আমরা যদি মীরাক্কেলকে বয়'কট করি তাহলে মীর কেন ওর বাবাও ক্ষমা চাইবে।''

আবার আরেকজন লিখেছেন, ''বিদ‍্যা বালানের জায়গায় যদি একটি সাধারন দূর্গা মূর্তি দিয়ে পোস্ট করতেন তাহলেও একই রকম লাইক কমেন্ট পেতেন। আপনার জনপ্রিয়তাতেও একটুও ভাটা পড়ত না।'' তবে সোশ‍্যাল মিডিয়া তো'লপা'ড় হলেও মীর বা মীরাক্কেলের তরফে এখনো কোনো মন্তব‍্যই করা হয়নি। অবশ‍্য এর আগেও এমন বিক্ষো'ভ সমালো'চনার মুখে পড়তে হয়েছে মীরকে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে