ছেলের জন্মদিনে ব্যস্ত মোশাররফ-জুই
                                        
                                
                            
                            
                            
                                
                                
 
 
                     
                                 
                                 
                                 
                                  
                
                
                                
                          
                                        
                                         
                                                                                    
                                                                             
                                             
                                        
                                        
                                       
                                        
                                             
                                           
                                                                                 
                                                                                
                                                                                 
                                                                                
                                                                                  
                                             
                                             
                                                                                    
                                                                                 
                                     
   
                                             
     
                      
                                     
                                    
                                  বিনোদন ডেস্ক : বর্তমান সময়ের আলোচিত অভিনেতা মোশাররফ করিম। ছোট-বড় দুই পর্দাতেই খব ব্যস্ত সময় পার করছেন তিনি। কিন্তু শত ব্যস্ততা থাকা শর্তও আজ রোববার কোন কাজ হাতে রাখেন নি তিনি। কারণ আজ মোশাররফ করিম ও রোবেনা রেজা জুই করিমের একমাত্র ছেলে রোবেন রায়ান করিমের জন্মদিন। আজ রোবেন রায়ানের অষ্টম জন্মদিন পালন করাহবে। অনাড়ম্বরভাবে জন্মদিন পালন করবেন তার বাবা-মা। বনশ্রীর বাসাতে বাবা-মায়ের সঙ্গে কেক কেটে জন্মদিন পালন করবেন। জানা যায়, কেক তার খবই পছন্দের খাবার। রোবেন কে জি ক্লাসের ছাত্র। সে খুবই পছন্দ করে তার বাবা-মায়ের সথে সময় কাটাতে। রায়ান নিজের মানুষের মধ্যে থাকতে চায় আর তাই তার বাবা-মা পারিবারিক ভাবেই ছোট পরিসরে জন্মদিন উদযাপন করা হবে। 
উল্লেখ্য, মোশাররফ করিম সমগ্র বাংলাদেশ জুড়ে সমান পরিচিত তার অসাধারণ অভিনয় ক্ষমতা এবং উচ্চারন দক্ষতার জন্য। তিনি বহু নাটক এবং সিনেমায় অভিনয় করেন। তার বিখ্যাত ছবি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, টেলিভিষন। বর্তমানে তিনি বিখ্যাত পরিচালক মাসুদ সেজানের চলিতেসে সার্কাস ও সাগর জাহানের রাস্কেল -এ অভিনয় করছেন। এছাড়াও তিনি জিম্মি, দুই রুস্তম, অন্তনগর, ফ্লেক্সিলোড, কিংকর্তব্যবিমূঢ়, আউট অফ নেটওয়ার্ক, সাদা গোলাপ, ৪২০, জুয়া, সুখের অসুখ, সিরিয়াস কথার পরের কথা, সন্ধা ন চাই, ঠুয়া, লস, সিটি লাইফ, সিকান্দার বক্স, বিহাইন্ড দ্যা সিন এসব একক এবং ধারাবাহিকে অভিনয় করেন।
৩ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই
                                          
                                             
                                            
                                                 
               
     
     
    
    
    
 
    
    
 
                                          
                                             �