বিবার-হেলিকে নিয়ে গুঞ্জনে তোড়পাড়
                                        
                                
                            
                            
                            
                                
                                
 
 
                     
                                 
                                 
                                 
                                  
                
                
                                
                          
                                        
                                         
                                                                                    
                                                                             
                                             
                                        
                                        
                                       
                                        
                                             
                                           
                                                                                 
                                                                                
                                                                                 
                                                                                
                                                                                  
                                             
                                             
                                                                                    
                                                                                 
                                     
   
                                             
     
                      
                                     
                                    
                                  বিনোদন ডেস্ক : তারা দু'জন কি শুধুই ‘ভাল’ বন্ধু? নাকি সম্পর্কের রসায়নটা আরও গভীর! এই প্রশ্নেরই উত্তর খুঁজে পাচ্ছেন না জাস্টিন বিবারের গুণগ্রাহীরা। সম্প্রতি জাস্টিনের সঙ্গে তোলা একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন হেলি বল্ডউইন। আর তার কারণেই এই জুটিকে নিয়ে শুরু হয় গুঞ্জন। এই গুঞ্জন নিয়েই শুরু হয়েছে ভক্ত মহলে তোড়পাড়।
ছবিটিতে দেখা যাচ্ছে, জাস্টিনকে পিছন থেকে দু’হাতে জড়িয়ে ধরে রয়েছেন হেলি। তাকে পেছন থেকে আকড়ে ধরে আছেন হেলি! দু’জনের এই লিলা দেখে অনেকেরই প্রশ্ন, তাহলে কি জাস্টিন প্রেমে পড়লেন? উত্তর মিলছে না! তবে নিন্দুকেরা বলছেন অন্য কথা। তাদের মতে, এই ছবি পিডিএ (পাবলিক ডিসপ্লে অফ অ্যাফেকশন) ছাড়া আর কিছুই নয়। তবে এই কথা কে জানে কতটুকু সত্য।
৩ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই
                                          
                                             
                                            
                                                 
               
     
     
    
    
    
 
    
    
 
                                          
                                             �