রবিবার, ০৩ জানুয়ারী, ২০১৬, ১০:২৯:২৯

কলকাতায় মীরাক্কেল কাঁপাচ্ছেন বাংলাদেশের রাসেল

 কলকাতায় মীরাক্কেল কাঁপাচ্ছেন বাংলাদেশের রাসেল

বিনোদন ডেস্ক : কলকাতাভিত্তিক স্যাটেলাইট চ্যানেল জি বাংলার জনপ্রিয় রিয়ালিটি শো ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার’ দুই বাংলার মানুষের কাছে খুবই জনপ্রিয়তা পেয়েছে। ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় সিজন ৯-এ মীরাক্কেলের মঞ্চ কাঁপাচ্ছেন বাংলাদেশের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্র ইয়াকুব রাসেল। সবশেষ শনিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায় মীরাক্কেলের মঞ্চে পারফর্ম করেন রাসেল। দারুণ প্রশংসা কুড়ান বিচারকদের। গত বছরের ১০ ডিসেম্বর শুরু হওয়া মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জারের সিজন-৯-এ ৩৫ জন কৌতুক অভিনেতা অংশগ্রহণ করেন। এর মধ্যে নয়জনই বাংলাদেশি। জনপ্রিয় উপস্থাপক মীরের উপস্থাপনায় অনুষ্ঠানটির বিচারকের আসনে অভিনেতা রজতাভ দত্ত, শ্রীলেখা মিত্র ও পরাণ বন্দ্যোপাধ্যায়। শোটি পরিচালনা করছেন শুভঙ্কর চট্টোপাধ্যায়। কৌতুক আর হাসিঠাট্টায় ভরা রিয়ালিটি শো'র মঞ্চে এরই মধ্যে মেধা ও সৃষ্টিশীলতার স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইয়াকুব রাসেল। দেশের মান রাখতে চান ইয়াকুব রাসেল। শনিবার রাতে প্রথম পারফরম্যান্সের পর ধারাবাহিকভাবে চলবে তার পারফর্ম। মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জারে ভালো করতে শ্রদ্ধেয় শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের সহপাঠী, বড় ভাই-বোন, বন্ধু-বান্ধব, শুভাকাঙ্ক্ষীসহ সবার কাছে দোয়া চেয়েছেন তিনি। সবাইকে অনুষ্ঠানটি দেখার অনুরোধও জানিয়েছেন তিনি। ৩ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে