হৃতিকের এ কেমন নিউ ইয়ার বিশ্লেষণ?
                                        
                                
                            
                            
                            
                                
                                
 
 
                     
                                 
                                 
                                 
                                  
                
                
                                
                          
                                        
                                         
                                                                                    
                                                                             
                                             
                                        
                                        
                                       
                                        
                                             
                                           
                                                                                 
                                                                                
                                                                                 
                                                                                
                                                                                  
                                             
                                             
                                                                                    
                                                                                 
                                     
   
                                             
     
                      
                                     
                                    
                                  বিনোদন ডেস্ক : আসলে হৃতিক রোশনের হলোটা কি? জানেন, বলিউডের এই হিরো নতুন বছরে এক অদ্ভুত বিশ্লেষণ করেছেন। আর তার এই কর্মকাণ্ড দেখেই অবাক গোটা বলিউড। ২০১৬ নাকি তার কাছে অনেক কৌতুহলের একটি বছর।
ট্যুইটে হৃতিক তার অনুরাগীদের জন্য লিখেছেন, ‘এই বছর সকলে কৌতূহলী হয়ে উঠুন। খুঁজে বের করার চেষ্টা করুন কোন কাজ করতে আপনি ভয় পান বা আপনার আলস্য তৈরি হয়।’ তিনি নিজেও নাকি সে চেষ্টাই করবেন। যদি বুঝতে পারেন কোন কাজে আপনি অলস সেই কাজটাই আরও ভালভাবে করার চেষ্টা করুন। কোন কাজকে ভায় পাবেন না। কাজ যাতে আপনাকে ভয় পায় সেই ভাবেই কাজে হাত দেবেন।
বহু দিন বড় পর্দায় তেমন সাফল্য পাননি হৃতিক। আপাতত তিনি ‘মহেঞ্জোদাড়ো’র শুটিংয়ে ব্যস্ত। তবে নায়কের এই অদ্ভুত নিউ ইয়ার বিশ্লেষণ ভাবিয়ে তুলছেন গোটা বলিউড পাড়াকে।  
৩ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই
                                          
                                             
                                            
                                                 
               
     
     
    
    
    
 
    
    
 
                                          
                                             �