হৃদয় খান উপর সব দোষ চাপালেন সুজানা
                                        
                                
                            
                            
                            
                                
                                
 
 
                     
                                 
                                 
                                 
                                  
                
                
                                
                          
                                        
                                         
                                                                                    
                                                                             
                                             
                                        
                                        
                                       
                                        
                                             
                                           
                                                                                 
                                                                                
                                                                                 
                                                                                
                                                                                  
                                             
                                             
                                                                                    
                                                                                 
                                     
   
                                             
     
                      
                                     
                                    
                                  বিনোদন ডেস্ক : নাটক ও বিজ্ঞাপনচিত্রে কাজ করার পাশাপাশি মাঝেমধ্যে গানের মডেলও হতে দেখা গেছে সুজানাকে। নতুন বছরের শুরুতে সুজানা অভিনীত নতুন একটি গানের ভিডিওচিত্র প্রকাশিত হয়েছে। তবে ২০১৫ সাল মোটেও শুভকর ছিল না আলোচিত মডেল ও অভিনেত্রী সুজানার জীবনে। 
এই প্রসঙ্গে বলতে গিয়ে সুজানা হৃদয়ের উপর দোষ চাপিয়ে বলেন, ২০১৫ সালে আমার জীবনের যে দুর্ঘটনা ঘটেছে তার জন্য শতভাগ দায়ী হৃদয়। আমি অল্প কথায় পুরো ব্যাপারটা সবার কাছে পরিষ্কার করতে চাই—আমার সঙ্গে সম্পর্ক হওয়ার আগে হৃদয়ের লাইফস্টাইল কেমন ছিল, মিডিয়ার সবাই তা খুব ভালো করেই জানেন। সম্পর্ক হওয়ার পর তার জীবনের যে ইতিবাচক পরিবর্তন হয়েছিল তা সবাই দেখেছেন। 
তিনি আরো বলেন, আমার সঙ্গে বিয়ের আগে সে বাবা-মাকে ছেড়ে একা থাকত, আমি তাকে পরিবারমুখী করার চেষ্টা করেছি, কিন্তু পারিনি। আমি যদি সমস্যাই হয়ে থাকি, তাহলে আমার সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার আট মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কেনো হৃদয় তার বাবা-মা, ভাইবোনের সঙ্গে থাকতে পারছে না? বিষয়গুলো সবাই খুব ঠান্ডা মাথায় ভাবলে পরিষ্কার হয়ে যাবে।
৪ জানুয়ারি, ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/এসএস/এসবি
                                          
                                             
                                            
                                                 
               
     
     
    
    
    
 
    
    
 
                                          
                                             �