‘তাহলে’ তানভীর-প্রভার পালিয়ে বিয়ে!
                                        
                                
                            
                            
                            
                                
                                
 
 
                     
                                 
                                 
                                 
                                  
                
                
                                
                          
                                        
                                         
                                                                                    
                                                                             
                                             
                                        
                                        
                                       
                                        
                                             
                                           
                                                                                 
                                                                                
                                                                                 
                                                                                
                                                                                  
                                             
                                             
                                                                                    
                                                                                 
                                     
   
                                             
     
                      
                                     
                                    
                                  বিনোদন ডেস্ক : ফের পালিয়ে বিয়ে করার দৃশ্যে দেখা যাবে প্রভাকে। শান্তা রহমানের পরিচালনে ‘তাহলে’নামের একটি নাটকে তানভীরের সাথে প্রেম পালিয়ে বিয়ে করবেন। নাকটি আসছে ভালোবাসা দিবসে যেকোনো একটি টিভি চ্যানেলে প্রচার হবে বলে জানান শান্তা।
নাটকের গল্পটা এমন- প্রভা এবং তানভীর দু’জনই দু’জনকে ভালোবাসে। তানভীর পড়াশুনা শেষ করে চাকরি খুঁজতে থাকে। ওদিকে প্রভার পরিবার থেকে বিয়ের জন্য চাপ দেওয়া শুরু হয়। কিন্তু তানভীর প্রভাকে সরাসরি জানিয়ে দেয় বিয়ে করতে পারবে না। 
প্রভা কোনোভাবেই বিষয়টি মানতে নারাজ। পরিবারের অগোচরে শেষে দু’জনেই কাজী অফিসে যায়। পালিয়ে বিয়ে করার সময় শুরু হয় নানান নাটকীয়তা। ঘটনা মোড় নিতে থাকে অন্যদিকে। বাকিটা ভালোবাসা দিবসে দেখা যাবে টিভির পর্দায়।
৪ জানুয়ারি, ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/এসএস/এসবি
                                          
                                             
                                            
                                                 
               
     
     
    
    
    
 
    
    
 
                                          
                                             �