যা বললেন মেয়েটি
বিনোদন ডেস্ক : স্বল্প সময়ের জন্য ২০১৫ সালের মিস ইউনিভার্স হয়েছিলেন আরিয়াদনা গুতিরেজ। অনুষ্ঠানের সঞ্চালকের ভুলে মিস ইউনিভার্সের মুকুট উঠে গিয়েছিল তার মাথায়। কিন্তু একটু পরই জানা গেলো, তিনি মিস ইউনিভার্স নন, তিনি হয়েছেন ফার্স্ট রানার আপ!
এদিকে ওই দিনের ওই ঘটনার পর তার মধ্যে প্রচণ্ড ক্ষোভ কাজ করে। আর সম্প্রতি সেই ক্ষোভের মুখাপেক্ষী হয়ে মুখ খোলেন তিনি।
আরিয়াদনা গুতিরেজ বলেন, ‘এটা খুব অবমাননাকর। শুধু আমার জন্য বা কলম্বিয়ার জন্য নয়, অডিটোরিয়ামে উপস্থিত বাকি দর্শকের জন্যও ছিল চরম অবমাননাকর একটা পরিস্থিতি। আর এই পরিস্থিতি সামাল দিতে আমার অনেক কষ্ট হয়েছে। আমি শুধু আমার দেশের মানুষের কথা চিন্তা করে ওই পরিস্থিতিতে নিজেকে সামাল দিয়েছিলাম। যারা আমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিল।’
প্রথমে হাসিমুখে জীবনের এই ঘটনা মেনে নিলেও পরে কান্নায় ভেঙে পড়তে দেখা গিয়েছে গুতিরেজকে। পরে অবশ্য তিনি জানিয়েছেন, ২ মিনিটের জন্য হলেও তিনি যে তার দেশকে সেরার আনন্দ দিতে পেরেছিলেন সেটাই তার কাছে বড় পাওয়া। যেকোনো প্রতিযোগিতার দ্বিতীয় স্থানাধিকারীকে তেমন কেউ মনে রাখেন না। তবে সেক্ষেত্রে গুতিরেজ নিঃসন্দেহে ব্যতিক্রম থেকে গেলেন।
০৪ জানুয়ারি, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন