ছেলেদের নিয়ে অটো ভ্রমনে হৃত্বিক
                                        
                                
                            
                            
                            
                                
                                
 
 
                     
                                 
                                 
                                 
                                  
                
                
                                
                          
                                        
                                         
                                                                                    
                                                                             
                                             
                                        
                                        
                                       
                                        
                                             
                                           
                                                                                 
                                                                                
                                                                                 
                                                                                
                                                                                  
                                             
                                             
                                                                                    
                                                                                 
                                     
   
                                             
     
                      
                                     
                                    
                                  বিনোদন ডেস্ক : হৃত্বিকের সাথে তার স্ত্রীর বিচ্ছেদ হয়েছে, তাতে কি? এই বিচ্ছেদের কোন ছায়াই তিনি তার সন্তানদের ওপার পরতে দেন নি। আর তাই তো ছেলেদের নিয়ে বেশ আনন্দ আর উচ্ছ্বাসে দিনগুলো কাটাচ্ছেন। 
এই তো সম্প্রতি তিনি তার দুই ছেলেকে নিয়ে ঘুরে এলেন সুইজারল্যান্ড থেকে। আবার ছেলেদের নিয়ে অটো রিকশা করেও ঘুরছেন ভারতের পথে।
জানা গেছে, হৃত্বিক রোশন তার দুই সন্তান রিদান ও রিহানকে নিয়ে রবিবার সিনেমা দেখতে গিয়েছিলেন। এরপরই দারুণ উপভোগ করা এই সুপারস্টার দুই ছেলেকে নিয়ে অটোরিকশায় করে বাসায় ফিরেছেন।
 
সেই ছবি টুইটারে পোস্ট করে হৃত্বিক বলেন, অটোতে করে বাড়িতে ফিরেছি। যে বাহনে করে বাবা নিয়মিত বাড়িতে ফিরতেন সেটাই আমাদের জন্য রীতিমতো অভিযান হয়েছে। 
০৪ জানুয়ারি, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন