শাহরুখপুত্র ও ঐশ্বরিয়া কন্যার অনস্ক্রিন জুটি চান অমিতাভ
                                        
                                
                            
                            
                            
                                
                                
 
 
                     
                                 
                                 
                                 
                                  
                
                
                                
                          
                                        
                                         
                                                                                    
                                                                             
                                             
                                        
                                        
                                       
                                        
                                             
                                           
                                                                                 
                                                                                
                                                                                 
                                                                                
                                                                                  
                                             
                                             
                                                                                    
                                                                                 
                                     
   
                                             
     
                      
                                     
                                    
                                  বিনোদন ডেস্ক : বলিউড বাদশাহ শাহরুখ পুত্র আব্রাম ও বলিউডের শাহেন শাহ অমিতাভ বচ্চনের নাতনি আরাধ্যাকে নাকি অনস্ক্রিন জুটি হিসেবে দারুণ মানাবে! আর এমন ভবিষ্যৎ বাণী করে দিয়েছেন খোদ অমিতাভ বচ্চনই। 
এর আগে শাহরুখ খান আব্রাম ও আরাধ্যা প্রসঙ্গে বলেছিলেন, আগামী দিনের কাজল-শাহরুখ জুটি হবে তারা। যদিও তার এই মন্তব্যের সঙ্গে একমত হতে পারেনি নি ‘দিলওয়ালে’ ছবির সহ-অভিনেত্রী কাজল। তিনি বলেন, আব্রাম আরাধ্যার থেকে বয়সে ছোট। প্রত্যুত্তরে শাহরুখ জানায়, ভালোবাসার কোনও বয়স হয় না।
এদিকে অমিতাভ বচ্চন জানিয়েছেন, তিনি চান, বড় হয়ে একসঙ্গে কাজ করুক আব্রাম ও অভিষেক-ঐশ্বর্যর মেয়ে আরাধ্যা। তিনি আশাবাদী, রুপালী পর্দায় সেই জুটি খুব ভালো মানাবে।
উল্লেখ্য, সামনেই মুক্তি পেতে চলেছে বিগ বি অভিনীত থ্রিলার-ড্রামা ‘ওয়াজির’। তারই সাংবাদিক সম্মেলনে শাহরুখের এই মন্তব্য প্রসঙ্গে বিগ বি-কে প্রশ্ন করা হয়। উত্তরে তিনি বলেন, ওর (শাহরুখ) মুখে ফুল চন্দন পড়ুক। শাহরুখের আশা সত্যি হোক।
০৪ জানুয়ারি, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন