অপু বিশ্বাসের নায়ক এবার এটিএম শামসুজ্জামান!
                                        
                                
                            
                            
                            
                                
                                
 
 
                     
                                 
                                 
                                 
                                  
                
                
                                
                          
                                        
                                         
                                                                                    
                                                                             
                                             
                                        
                                        
                                       
                                        
                                             
                                           
                                                                                 
                                                                                
                                                                                 
                                                                                
                                                                                  
                                             
                                             
                                                                                    
                                                                                 
                                     
   
                                             
     
                      
                                     
                                    
                                  বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাসের নায়ক হিসেবে এবার পর্দায় আসছেন বাংলাদেশের শক্তিমান অভিনেতা এটিএম শামসুজ্জামান! 
কি! অবাক হচ্ছেন? অবাক হওয়ারই তো কথা। কেন না, এই দু’ জনের বয়স আকাশ-পাতাল ব্যবধান। আরই তাই এরা নায়ক-নায়িকা, এমনটা শুনলে অবাক তো হতেই হবে। তবে অবাক হবার কিছুই নেই। ঘটনা সত্য। এই দু’ জনকে নায়ক-নায়িকা হিসেবে দেখা যাবে ‘পাংকু জামাই’ চলচ্চিত্রে। শনিবার থেকে এফডিসিতে এর শ্যুটিং শুরু হয়েছে। 
পরিচালক আবদুল মান্নান জানান, ছবির গল্পে দেখা যাবে, এ টি এম শামসুজ্জামান অপুকে খুব ভালোবাসেন। তাকে নিয়ে দিনে-রাতে রোমান্টিক স্বপ্ন দেখেন। কল্পনায় অপুকে নিয়ে ভালোবাসার গানে মেতে ওঠেন। সবমিলিয়ে মজার একটি বিষয়। দর্শকরা এই অসম প্রেমিক জুটির পর্দার কর্মকান্ড বেশ উপভোগ করবে বলেই আশা করছেন তিনি।
জানা যায়, এটিএম-অপু বিশ্বাসে’র রোমান্টিক গানটির শ্যুটিং হবে আগামী সপ্তাহে, বিএফডিসিতে।
পরিচালক জানিয়েছেন, ছবির একটি অংশে অপু বিশ্বাসের নায়ক এটিএম শামসুজ্জামানকে পাওয়া গেলেও, ছবির মূল নায়ক হিসেবে থাকছেন শাকিব খানই।
০৪ জানুয়ারি, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন