কাজলকে নিয়ে আবারও জুটি বাঁধতে চায় শাহরুখ
                                        
                                
                            
                            
                            
                                
                                
 
 
                     
                                 
                                 
                                 
                                  
                
                
                                
                          
                                        
                                         
                                                                                    
                                                                             
                                             
                                        
                                        
                                       
                                        
                                             
                                           
                                                                                 
                                                                                
                                                                                 
                                                                                
                                                                                  
                                             
                                             
                                                                                    
                                                                                 
                                     
   
                                             
     
                      
                                     
                                    
                                  বিনোদন ডেস্ক : কাজলকে নিয়ে আবারও ক্যামেরার সামনে দাঁড়ানোর ইচ্ছে প্রকাশ করেছেন বলিউড বাদশা শাহরুখ খান। সম্প্রতি তিনি ঘোষণা দিয়ে জানিয়েছেন, আকর্ষণীয় ও পরিণত প্রেমের গল্প পেলে তিনি সেই গল্পে আবারও কাজলকে নিয়ে ক্যামেরার সামনে দাঁড়াতে চান।
এক সাক্ষাৎকারে শাহরুখ খান বলেছেন, ‘যদি এমন কোনো ছবি পাই, যেটা আকর্ষণীয় এবং ভিন্নধারার... হয়তো পরিণত কোনো গল্প; তাহলে ভালো হয়। বলিউডে এ ধরনের ছবির স্বল্পতা রয়েছে।’ তিনি যোগ করেন, ‘আমি বিশ্বাস করি আমরা দারুণ জুটি হতে পারি, কারণ বিগত ২২ বছর ধরে আমরা একসঙ্গে কাজ করছি। গৎবাধা কাহিনির ছবিতে অভিনয় না করে, জীবনের এই পর্যায়ে এসে আমরা অভিনয়শিল্পী হিসেবে ভিন্ন কিছু করে দেখাতেই পারি।’
শাহরুখ বলেন, ‘আমাদের জুটির এই ছবিগুলো কিন্তু প্রজন্মের পর প্রজন্মের মন জয় করে এসেছে। তাই এই জুটির যাদুকে অস্বীকার করার উপায় নেই।’
০৪ জানুয়ারি, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন
                                          
                                             
                                            
                                                 
               
     
     
    
    
    
 
    
    
 
                                          
                                             �