ঐশ্বরিয়া প্রসঙ্গ আসতেই ক্ষেপে গেলেন সালমান খান!
                                        
                                
                            
                            
                            
                                
                                
 
 
                     
                                 
                                 
                                 
                                  
                
                
                                
                          
                                        
                                         
                                                                                    
                                                                             
                                             
                                        
                                        
                                       
                                        
                                             
                                           
                                                                                 
                                                                                
                                                                                 
                                                                                
                                                                                  
                                             
                                             
                                                                                    
                                                                                 
                                     
   
                                             
     
                      
                                     
                                    
                                  বিনোদন ডেস্ক : বলিউড ভাইজান সালমান খান বন্ধুদের উপর প্রচণ্ড রকম ক্ষুব্ধ হয়েছেন। সম্প্রতি তার বন্ধুরা তারই সাবেক প্রেমিকা ঐশ্বরিয়াকে নিয়ে রসিকতা করায় তিনি ওই রকমভাবে ক্ষুব্ধ হন।
এমন ঘটনাটি ঘটেছে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে। সেখানে অতিথি হয়ে অংশ নিয়েছিলেন সালমান এবং ঐশ্বরিয়া রয় বচ্চন দুজনেই। ভারতের একটি ওয়েবসাইট বলছে, অনুষ্ঠানের ফাঁকে আবার অ্যাশের দেখা হয়ে যায় কি না - এমনটি বলেই বন্ধুরা সালমান খানকে খোঁচাচ্ছিলেন।
কিন্তু ব্যাপারটি ভালোভাবে গ্রহণ নিতে পারেন নি সালমান। প্রত্যক্ষদর্শী জানান, সালমান খান প্রথমে প্রসঙ্গটি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু একটা পর্যায়ে রীতিমতো রেগে যান এ অভিনেতা। এবং প্রচণ্ড রকম চিৎকার করেই বলে বসেন, ‘চুপ করো, এক্ষুনি এই প্রসঙ্গে কথা বন্ধ করো।’
সালমানের মতো রসিক মানুষ, যিনি জনসম্মুখে নিজের রোমান্স নিয়ে বরাবরই মজা করেন, তার মুখে এ ধরনের কথা শুনে কিছুটা অবাক হন বন্ধুরা।
০৪ জানুয়ারি, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন
                                          
                                             
                                            
                                                 
               
     
     
    
    
    
 
    
    
 
                                          
                                             �