সোমবার, ০৭ ডিসেম্বর, ২০২০, ০৭:১০:৩৫

গুরুতর অসুস্থ হয়ে দুবাইয়ে হাসপাতালে ভর্তি ডিপজল

গুরুতর অসুস্থ হয়ে দুবাইয়ে হাসপাতালে ভর্তি ডিপজল

বিনোদন ডেস্ক : গুরুতর অসুস্থ হয়ে দুবাইয়ের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকাই ছবির জনপ্রিয় খল-অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল। এ তথ্য নিশ্চিত করেছে চলচ্চিত্র শিল্পী সমিতির একটি সূত্র। ডিপজলের জন্য দোয়া চেয়েছে তার পরিবার ও শিল্পী সমিতি।

এছাড়া ডিপজলের অসুস্থতার খবর দিয়ে সোমবার বিকেলে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন চিত্রনায়ক জায়েদ খান। তিনি লিখেছেন, 'বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক, পরিচালক ও শিল্পী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মনোয়ার হোসেন ডিপজল ভাইয়ের হার্টে দুটি ব্লক ধরা পড়েছে। বর্তমানে তিনি দুবাইয়ে চিকিৎসাধীন। সবার কাছে দোয়া চেয়েছেন।'

জানা গেছে, ব্যক্তিগত কাজে সম্প্রতি দুবাই যান ডিপজল।  দেশে থাকাকালীন তার শারীরিক অবস্থা কিছুটা খারাপ ছিল।  দুবাইয়ে গেলে সেখানে অবস্থা আরও গুরুতর হয়ে পড়ে।  তাই একটি হাসপাতালে ভর্তি করে পরীক্ষা-নিরীক্ষার পর তার হার্টে দুটি ব্লক ধরা পড়ে। বেশি কিছুদিন ধরে ফুসফুস ও হার্টের অসুখে ভুগছেন ডিপজল।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে