সোমবার, ০৭ ডিসেম্বর, ২০২০, ০৯:২৬:৩৭

করোনায় আক্রান্ত হয়ে মাত্র ৩২ বছরে ভারতীয় অভিনেত্রীর মৃত্যু

করোনায় আক্রান্ত হয়ে মাত্র ৩২ বছরে ভারতীয় অভিনেত্রীর মৃত্যু

বিনোদন ডেস্ক : ভারতীয় টেলিভিশন দুনিয়ায় ফের শোকের ছায়া। চলে গেলেন অভিনেত্রী দিব্যা ভাটনগর। এক সপ্তাহ করোনা ভাইরাসের সঙ্গে লড়াই করার পর শেষ নিশ্বাস ত্যাগ করলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৩২ বছর। মুম্বইয়ের সেভেন হিলস হাসপাতালে ভর্তি ছিলেন দিব্যা। 

অবস্থার অবনতি হওয়ায় ভেন্টিলেশনে রাখা হয়েছিল অভিনেত্রীকে। উচ্চ রক্তচাপের রোগী ছিলেন দিব্যা। মুম্বাইয়ের এক সংবাদমাধ্যমকে দিব্যার মা জানান, দিব্যার শারীরিক অবস্থা খুবই সঙ্কটজনক ছিল। ২৬ নভেম্বর রাতে তার অবস্থার আরও অবনতি হলে তাকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে আসা হয়। তার সঙ্গেই বেশ কয়েক দিন ধরে নিউমোনিয়াতেও ভুগছিলেন অভিনেত্রী।

দিব্যার সহকর্মীরা তার অকালপ্রয়াণে শোকাহত। অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য, শিল্পা শিরোদকর ইতিমধ্যে দিব্যার সঙ্গে ছবি পোস্ট করে তার উদ্দেশে আবেগপ্রবণ বার্তা লিখেছেন। অভিনেত্রীর মায়ের অভিযোগ, দিব্যা অসুস্থ হওয়ার পর তার স্বামী গগন তাকে পরিত্যাগ করেন। যদিও গগন দিব্যার পরিবারের অভিযোগকে ভিত্তিহীন বলে নাকচ করে দিয়েছেন।

২০১৯ সালে ডিসেম্বর মাসে গগনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন দিব্যা। তিনি জানান, শুরুর দিকে দিব্যার পরিবারের লোকজন তাদের সম্পর্ককে মেনে নেননি। দিব্যাকে 'উড়ান', 'জিত গায়ি তো পিয়া মোরে', 'বিষ' ইত্যাদি ধারাবাহিকে দেখা গিয়েছে। তার মৃত্যুতে শোকের ছায়া টেলিভিশন ইন্ডাস্ট্রিতে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে