মঙ্গলবার, ০৮ ডিসেম্বর, ২০২০, ০৫:০১:৫৯

নতুন সিনেমার ঘোষণা দিলেন অনন্ত জলিল

নতুন সিনেমার ঘোষণা দিলেন অনন্ত জলিল

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়ক অনন্ত জলিল। তিনি একাধারে নায়ক, পরিচালক ও প্রযোজক। ২০১০ সালে 'খোঁজ-দ্য সার্চ' সিনেমায় অভিনয় করে বড় পর্দায় অভিষেক হয় তার। ইফতেখার চৌধুরী পরিচালিত এ সিনেমায় অনন্ত জলিলের বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়িকা বর্ষা ও ববি।

এরপর নায়িকা বর্ষাকে সঙ্গে নিয়ে ৭টি সিনেমায় অভিনয় করেছেন অনন্ত। সম্প্রতি শেষ করেছেন 'দিন-দ্য ডে' সিনেমার চিত্রায়ণ। ইরানের সঙ্গে যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে সিনেমাটি। সোমবার (৭ ডিসেম্বর) রাতে রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে অনন্ত জলিল তার নতুন সিনেমার নাম ঘোষণা করেছেন। তুরস্কের সঙ্গে যৌথ প্রযোজনায় 'নেত্রী-দ্য লিডার' সিনেমায় দেখা যাবে তাকে। 

এটি পরিচালনা করবেন ইফতেখার চৌধুরী। এ সিনেমাতেও অনন্ত জলিলের বিপরীতে থাকবেন বর্ষা। অনন্ত জলিল বলেন, ১০ বছর আগে ইফতেখার ভাইয়ের পরিচালনায় আমি আর বর্ষা অভিনয় করেছি। উনার সঙ্গে একটা ভুল-বোঝাবুঝি ছিল, সেটা এখন আর নেই। ১০ বছর পর আবারও একসঙ্গে আমরা কাজ করব। নতুন এ সিনেমাতেও বর্ষা থাকবেন। বাকি অন্য শিল্পীদের নাম পরে ঘোষণা করা হবে। শিগগির আনুষ্ঠানিক ঘোষণা আসবে এ সিনেমাটি নিয়ে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে