বিনোদন ডেস্ক : বড়পর্দায় আসছে রামায়ণের কাহিনি। 'আদিপুরুষ' অর্থাৎ রামের চরিত্রে অভিনয় করবেন দাক্ষিণাত্যের ডার্লিং প্রভাস। সীতার ভূমিকায় দেখা যাবে কৃতী স্যাননকে। আর রাবণ অর্থাৎ লঙ্কেশের চরিত্র পর্দায় ফুটিয়ে তুলবেন বলিউডের নবাব সাইফ আলি খান। এ পর্যন্ত সবই ঠিক ছিল। বিপত্তি বাধল সাইফের বেফাঁস মন্তব্যকে কেন্দ্র করে।
নিজের চরিত্র সম্পর্কে এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে নাকি বলিউড অভিনেতা বলেছেন, রাবণকে মানবিক দিক এবং সীতাহরণ কতটা ন্যায়সঙ্গত ছিল, তা দেখানো হবে। সেপ্টেম্বর মাসের ৩ তারিখ 'আদিপুরুষ' ছবির নতুন পোস্টার শেয়ার করে লঙ্কেশ হিসেবে সাইফ আলি খানের নাম ঘোষণা করেন পরিচালক ওম রাউত।
ক্যাপশনে লেখেন, ''৭০০০ বছর আগে ভারতে এক অত্যন্ত বুদ্ধিমান রাক্ষসের অস্তিত্ব ছিল।'' নিজের চরিত্র সম্পর্কে বলতে গিয়ে সাইফ জানান, রাবণের মানবিক দিকগুলো এই ছবিতে তুলে ধরা হবে। বোন শূর্পণখার নাক কাটার পর সীতাহরণ ও রাম-রাবণের যুদ্ধ কতটা ন্যায়সঙ্গত ছিল, ছবির দৃষ্টিভঙ্গি দিয়ে তা দর্শকদের সামনে আনা হবে।
এই মন্তব্যেই চটেছেন নেটিজেনদের একাংশ। ছবি থেকে সাইফকে সরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন তারা। টুইটারের সাইফের নামের পাশাপাশি 'ওয়েক আপ ওম রাউত' হ্যাশট্যাগও ট্রেন্ডিং হয়েছে। তাতে সাইফকে অবিলম্বে লঙ্কেশের চরিত্র থেকে সরিয়ে দেওয়ার দাবি জানানো হয়েছে। কারণ হিসেবে তার এই মন্তব্যের পাশাপাশি চরিত্রে তিনি মানানসই নন বলেও অভিযোগ অনেকের। কেউ কেউ আবার পুরনো মন্তব্য টেনে সাইফকে কাঠগড়ায় তুলেছেন।
জানিয়েছেন, সাইফ বলেছিলেন যে মুঘলদের আগে ভারতবর্ষের কোনও অস্তিত্ব ছিল না। নিজের ছেলে তৈমুরের নামও এক অত্যাচারী শাসকের নামেই রেখেছেন তিনি। ফলে, সবমিলিয়ে নেটদুনিয়ায় সাইফ-বিরোধিতা বাড়ছে। ২০২২ সালে বড়পর্দায় আসছে রামায়ণের কাহিনি। রামের চরিত্রে প্রভাস ও সীতার ভূমিকায় থাকবেন কৃতী স্যানন।