শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০২০, ০৭:২৯:৩৪

এই শীতে ভীষণ প্রেম পাচ্ছে কিন্তু প্রেমিক পাচ্ছি না : শ্রীলেখা

এই শীতে ভীষণ প্রেম পাচ্ছে কিন্তু প্রেমিক পাচ্ছি না : শ্রীলেখা

বিনোদন ডেস্ক : শুরু হয়ে গেছে শীতকাল। হিম হিম ভাব। কুয়াশার চাদরে মোড়া চারদিক। ঘুম জড়ানো চোখে, নো মেক আপ লুকে আড়মোড়া ভাঙছেন শ্রীলেখা মিত্র। আলস্য জড়ানো এমন একটা দিনে তাঁর খুব ভালোবাসতে ইচ্ছা করছে। এই শীতে শ্রীলেখার 'ভীষণ' প্রেম পাচ্ছে আজ। কিন্তু প্রেম করার মতো কাউকে পাচ্ছেন না তিনি!

নিজের কথা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরতে ভালোবাসেন শ্রীলেখা। প্রায় প্রতি মুহূর্তের আপডেট তিনি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন। আজ সোশ্যাল মিডিয়ায় ঘুম ভাঙা একটা সেলফি পোস্ট করে শ্রীলেখা লিখেছেন, 'এই আবহাওয়ায় ভীষণ প্রেম পাচ্ছে; কিন্তু প্রেমিক পাচ্ছি না… সবই কপাল!'

কয়েক দিন আগেই মেয়ের জন্মদিনে 'টুম্পা' গানে নেচে বাজিমাৎ করেছেন শ্রীলেখা। ফেসবুকে তার ছোট্ট একটি ক্লিপিংও পোস্টও করেছিলেন। এভাবেই পরিবার এবং অভিনয় নিয়ে বেশ সময় কেটে যাচ্ছে অভিনেত্রীর। এর মধ্যেই গুঞ্জন শোনা যাচ্ছিল, তিনি বামপন্থী দল সিপিএমে যোগ দিতে যাচ্ছেন। তবে সেই গুজবকে এক ফুৎকরে উড়িয়ে দিয়ে শ্রীলেখা জানান, বর্তমানে রাজনীতিতে যোগ দেওয়ার কোনো পরিকল্পনা তার নেই।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে