শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০, ০৩:০৬:৪৭

আরিফিন শুভ ও নুসরাত ফারিয়া করোনায় আক্রান্ত

আরিফিন শুভ ও নুসরাত ফারিয়া করোনায় আক্রান্ত

বিনোদন থেকে : ঢালিউড তারকা আরিফিন শুভ ও নুসরাত ফারিয়া করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তারা দুজনেই শুটিং বন্ধ করে আইসোলেশনে চলে গেছেন।

ফেসবুকে আজ শনিবার এক ভিডিও বার্তায় করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন শুভ। তিনি বলেন, নয় মাসের লড়াইয়ের পর শেষ পর্যন্ত করোনা হয়েই গেল। গতকাল রিপোর্ট পজিটিভ এসেছে। বাসায় আছি। স্বাদ ও গন্ধে একটু সমস্যা হচ্ছে। আশা করছি, দ্রুতই সুস্থ হয়ে কাজে ফিরবো।

নুসরাত ফরিয়া বলেন, আমার রিপোর্ট পজিটিভ এসেছে। কিন্তু শরীরিক কোনো জটিলতা নেই। কোনও উপসর্গ নেই। পুরোপুরি আইসোলেশনে ও সাবধানে আছি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে