হে আল্লাহ, মাকে তুমি মৃত্যু দাও : দিতি কন্যা
                                        
                                
                            
                            
                            
                                
                                
 
 
                     
                                 
                                 
                                 
                                  
                
                
                                
                          
                                        
                                         
                                                                                    
                                                                             
                                             
                                        
                                        
                                       
                                        
                                             
                                           
                                                                                 
                                                                                
                                                                                 
                                                                                
                                                                                  
                                             
                                             
                                                                                    
                                                                                 
                                     
   
                                             
     
                      
                                     
                                    
                                  বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমা জগতের এক সময়ের সাড়া জাগানো অভিনেত্রী পারভীন সুলতানা দিতি। বর্তমানে ক্যান্সার আক্রান্ত হয়ে ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন রয়েছেন তিনি। কিন্তু দিনে দিনে দিতির শারীরিক অবস্থা অবণতির দিকে যাচ্ছে। আর তাই চিত্রনায়িকা দিতির কষ্ট সহ্য করতে না পেরে তার মেয়ে লামিয়া মহান সৃষ্টিকর্তার কাছে মায়ের মৃত্যু উপহার চাইলেন। আজ সোমবার সন্ধ্যায় লামিয়ার ফেসবুকে এ সংক্রান্ত একটি লেখা পোস্ট করেন।
 
‘মা মারা যাচ্ছে। আমাকে তার বিষয়ে প্রশ্ন করা বন্ধ করুন। উনি ভালো হয়ে যাবেন এ ধরণের সান্তনা দেয়াও বন্ধ করুন। চিকিৎসকদের হাতে তার জন্য আর কিছুই করার নেই। আমি তার সুস্থতার জন্য আর দোয়া করবো না। আপনারা যদি তার জন্য দোয়া করেন তাহলে আল্লাহর কাছে বলুন- আল্লাহ যেন দ্রুত তাকে মৃত্যু উপহার দেন। কেমোথেরাপির রেডিয়েশানের পার্শ্বপ্রতিক্রিয়ায় তার ‘পারকিনশন’ রোগ হয়েছে। তার ক্যান্সার তাকে মারছে না। টিউমারও হয়নি আর। রেডিয়েশানের ফলেই তার অবস্থার অবনতি হয়েছে।’
নিজের মায়ের শারীরিক অবস্থা প্রসঙ্গে এমনই বললেন চিত্রনায়িকা দিতির কন্যা লামিয়া চৌধুরী। লামিয়া এও বলেন, 'যদি আল্লাহ তার প্রতি দয়ালু হন তাহলে আমার মার দুর্ভোগ লাঘব করবেন। আল্লাহ তুমি আমার মায়ের মৃত্যু দাও। তোমার ওপর তার বিশ্বাস রয়েছে। উনি আমাদেরকে চিনতে না পারলেও তোমাকে ঠিকই মনে করছেন। আল্লাহ তুমি সঠিক কাজটি করো।'
৪ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই
                                          
                                             
                                            
                                                 
               
     
     
    
    
    
 
    
    
 
                                          
                                             �