বিনোদন ডেস্ক : নভেম্বর মাসের ৯ তারিখ চেন্নাইয়ের প্রত্যন্ত এলাকার একটি হোটেল থেকে উদ্ধার হয়েছিল তামিল টেলিভিশন অভিনেত্রী ভি. জে. চিত্রার মৃতদেহ। সেই ঘটনা নতুন মোড় নিলো মঙ্গলবার। আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হল অভিনেত্রীর স্বামী হেমন্তকে।
২৮ বছরের চিত্রা তামিল টেলিভিশনের জগতে বেশ জনপ্রিয় মুখ। অভিনয়ের পাশাপাশি সঞ্চলনা ও নাচের জন্যও প্রসিদ্ধ ছিলেন তিনি। একাধিক টেলিভিশন চ্যানেলে দক্ষভাবে সঞ্চালনার দায়িত্ব সামলেছেন। সম্প্রতি ধারাবাহিক 'পণ্ডিয়ান স্টোরসে' অভিনয় করছিলেন। মুল্লাইয়ের চরিত্রে দর্শকদের ভূয়সী প্রশংসা পান তিনি।
পুলিশ সূত্রে খবর, ৯ তারিখ ভোররাত পর্যন্ত ইভিপি ফিল্ম সিটিতে শুটিং করেছিলেন চিত্রা। হোটেলে ফিরেছিলেন ২.৪৫ নাগাদ। সকালে তার মৃতদেহ উদ্ধার হয়। অনুরাগীদের পাশাপাশি দাক্ষিণাত্যের বিনোদন জগতের অনেকেই শোক প্রকাশ করেন।
প্রথমে শোনা গিয়েছিল, চিত্রার হবু স্বামী হেমন্ত। পরে জানা যায় ডিসেম্বর মাসেই দু'জনের বিয়ে হয়ে গিয়েছিল। চিত্রার মায়ের অভিযোগ, সিরিয়ালে মেয়ের ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করা নিয়ে আপত্তি ছিল হেমন্তর। এই নিয়ে অশান্তি লেগে থাকত। অভিনেত্রীর মায়ের অভিযোগ, হেমন্তই তার চিত্রাকে খুন করেছে।
তবে পুলিশ সূত্রে খবর, প্রাথমিক ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে আত্মহত্যা হিসেবে তদন্ত শুরু করেছে পুলিশ। আর হেমন্তকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। ইতিমধ্যেই একপ্রস্থ জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পুলিশের কাছে হেমন্ত স্বীকার করেছেন, অশান্তির জেরে তিনি চিত্রাকে ধাক্কা দিয়েছিলেন।