বিনোদন ডেস্ক : বলিউড পরিচালক ও প্রযোজক করণ জোহরকে সমন জারি করল ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। ২০১৯ সালের জুলাই মাসে হওয়া এক পার্টি সংক্রান্ত তথ্য জানতেই বলিউড পরিচালককে তলব করা হয়েছে বলে খবর। এও জানা গেছে, ওই পার্টির আয়োজক ছিলেন করণই।
তবে স্বশরীরে তার উপস্থিত না হলেও চলবে বলে জানানো হয়েছে সমনে। ১৮ ডিসেম্বরের মধ্যে তার তরফে প্রতিনিধি পাঠালেই কাজ চলবে। করণকে ওই পার্টিতে শুট করতে ব্যবহৃত যাবতীয় ইলেকট্রনিক যন্ত্রপাতির বিষয়ে তথ্য জানাতে বলা হয়েছে। ওই পার্টিতে হাজির ছিলেন দীপিকা পাড়ুকোন, রণবীর কাপুর, ভিকি কৌশল, শাহিদ কাপুর, বরুণ ধাওয়ান, মালাইকা অরোরা, অর্জুন কাপুর, জোয়া আখতারের মতো নামী দামি তারকারা।