শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০, ১১:৩১:০৯

এরপরেই বড় সিদ্ধান্ত নিলেন সৃজিতপত্নী মিথিলা

এরপরেই বড় সিদ্ধান্ত নিলেন সৃজিতপত্নী মিথিলা

বিনোদন ডেস্ক : সোশ্যাল মিডিয়ায় প্রায়শই নেটিজেনদের অশ্লীল আক্রমণের শিকার হন তারকারা। শুধু তারকাদের আক্রমণ করা হয় বললে অবশ্য ভুল হবে, অনেক সাধারণ মহিলাও অনেকক্ষেত্রে সাইবার বুলিংয়ের শিকার হন। সম্প্রতি, সাইবার বুলিং নিয়েই একটি ভিডিয়োতে মুখ খুলেছিলেন, বাংলাদেশের (Bangladesh) অভিনেত্রী, সমাজকর্মী রাফিয়াত রশিদ মিথিলা (Rafiath Rashid Mithila)। যেখানে সোশ্যাল মিডিয়ায় নারীদের উত্যক্ত না করার পরামর্শ দেন মিথিলা। পাশাপাশি, অন্যের বিষয়ে মাথা না ঘামিয়ে নিজের বিষয়ে বেশি মনোযোগী হওয়ার কথা বলেন সৃজিতপত্নী। 

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি বোল্ড ছবি পোস্ট করে নিজেই সাইবার বুলিং(Cyberbullying) এর শিকার হয়েছেন রাফিয়াত রশিদ মিথিলা (Rafiath Rashid Mithila)। আর এরপরেই বড় সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী তথা সমাজকর্মী। সম্প্রতি, সোশ্যালে একটি খোলামেলা ছবি পোস্ট করেন মিথিলা। ক্যাপশানে লেখেন উইলিয়াম আর্নেস্ট হেনলির একটি উদ্ধৃতি, ''আমিই আমার ভাগ্যের কর্তা, আমি আমার আত্মার অধিনায়ক।'' আর এরপরেই মিথিলার সেই পোস্ট ঘিরে উড়ে আসে কিছু করুচিকর মন্তব্য।

এই ছবি ঘিরে সাইবার বুলিং-এর শিকার হওয়ার পরই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের কমেন্ট সেকশন বন্ধ করে দেন মিথিলা  (Rafiath Rashid Mithila)। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে