শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০, ০৩:৫০:০৫

‘ক্যান্ডি ক্রাশ’, একেবারে অন্য এক রূপে অপূর্ব-মেহজাবীন

‘ক্যান্ডি ক্রাশ’, একেবারে অন্য এক রূপে অপূর্ব-মেহজাবীন

বিনোদন ডেস্ক : নতুন বছরে প্রথম চমক নিয়ে হাজির হচ্ছেন টিভি নাটকের জনপ্রিয় জুটি অপূর্ব-মেহজাবীন। সদ্য শুটিং হওয়া এই নাটকটির নাম ‘ক্যান্ডি ক্রাশ’। সিএমভি’র ব্যানারে বিশেষ এই কাজটি রচনা ও পরিচালনা করেছেন মহিদুল মহিম। কামরুল ইসলাম শুভর চিত্রগ্রহণে এই নাটকে একেবারে অন্য এক রূপে দেখা যাবে দুজনকে।

আসছে ২০২১ সালে এই জুটির নাটকটি প্রচারিত হবে। এটি প্রচার হবে নতুন বছরের দ্বিতীয় দিন (২ জানুয়ারি) মাছরাঙা টিভিতে। একই সঙ্গে উন্মুক্ত হবে সিএমভি’র ইউটিউব চ্যানেলেও।

‘ক্যান্ডি ক্রাশ’ প্রসঙ্গে মহিদুল মহিম বলেন, ‘টানা ৭ মাস পর নতুন নাটক নির্মাণ করলাম। একটু ভিন্নভাবে সবকিছু সেট করার চেষ্টা করেছি। এটা মূলত মজার নাটক। কারণ, মহামারির এই বিষণ্ণ সময়ে দর্শকদের হালকা থাকা জরুরি। অপূর্ব ভাই ও মেহজাবীন আপুর পূর্ণ সহযোগিতা পেয়েছি। স্বাধীনতা পেয়েছি প্রযোজক পাপ্পু ভাইয়ের।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে