বিনোদন ডেস্ক : বলিউড সেনসেশন উর্বশী রাউটেলাকে নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে বি-টাউনে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে সে আলোচনা। নেটিজেনরা এবার অভিনেত্রীর শাড়ির দামের পেছনে লেগেছে। কয়েকদিন আগে প্রযোজক বিক্রম সিংয়ের বিয়েতে গিয়েছিলেন উর্বশী।
চণ্ডীগড়ের সে অনুষ্ঠানে হাল্কা রঙের শিফন শাড়ি পরেছিলেন এ অভিনেত্রী। শাড়িটি ডিজাইন করেছেন সাঁচি জুনেজা। বি-টাউনে খবর ছড়িয়ে পড়ে, উর্বশীর ওই শিফন শাড়ির দাম পাঁচ লাখ ভারতীয় রুপি। যা শুনে অবাক বনে গেছেন নেটিজেনরা। উর্বশীর শেয়ার করা শাড়ির ছবির নিচে একজন লিখেছেন, অন্যের বিয়েতে এত দামের শাড়ি! নিজের বিয়ে হলে মানা যেত।
আবার কেউ কেউ মনে করছেন, তারকাদের দ্বারা সবই সম্ভব। দুষ্টু নেটিজেনদের একজন লিখেছেন, উর্বশীর শাড়ির টাকা দিয়ে একটি চার চাকার গাড়ি কেনা যাবে। এখানেই শেষ নয়। শাড়ির পর নেটিজেনদের চোখ পড়েছে অভিনেত্রীর গয়নার দিকে। হীরার যে কানের দুল জোড়া পরেছেন উর্বশী তার দাম নাকি প্রায় ১৫ লাখ রুপি।
ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া 'ভার্জিন ভানুপ্রিয়া' সিনেমায় শেষবার দেখা গিয়েছিল উর্বশীকে। বর্তমানে বেশ কিছু মিউজিক ভিডিও নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। সম্প্রতি শুটিং শেষ করেছেন 'ব্ল্যাক রোজ' শিরোনামের একটি নতুন সিনেমার।