রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০, ০৭:১৯:২০

নানা পাটেকরের বিরুদ্ধে সংসার ভাঙার অভিযোগ!

নানা পাটেকরের বিরুদ্ধে সংসার ভাঙার অভিযোগ!

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা নানা পাটেকর। পর্দায় তাকে প্রতিবাদী চরিত্রেই সাধারণ দেখা যায়। কিন্তু বাস্তব জীবনে একাধিক অভিযোগ রয়েছে নানা পাটেকরের বিরুদ্ধে। রয়েছে সংসার ভাঙার অভিযোগও। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, একাধিক সংসার ভাঙার পেছনে হাত রয়েছে এই নানা পাটেকরের। 

পরিচালক প্রকাশ ঝার সংসার ভেঙেছে তার কারণেই। ১৯৮৫ সালে অভিনেত্রী দীপ্তি নবলকে বিয়ে করে প্রকাশ। ঠিক তিনবছর পরই আলাদা হয়ে যান তারা। কারণ হিসেবে জানা গেছে, দীপ্তির গর্ভপাতের কারণেই টানাপোড়েন শুরু হয় তাদের। দাম্পত্য বিচ্ছেদের পর নানা পাটেকরের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে পড়েছিলেন দীপ্তি। পর্দায় এবং বাস্তব জীবনে একসঙ্গে বহুবার দেখা গেছে তাদের। 

দীপ্তির প্রাক্তন স্বামী প্রকাশও নাকি বেশ উপভোগ করেন তাদের এ সখ্যতা। খোঁজ নিয়ে জানা গেছে, প্রকাশের সঙ্গে সংসার থাকা অবস্থায় নানার প্রেমে পড়েন দীপ্তি। তখন নানা পাটেকরও স্ত্রী নীলকান্তির থেকে আলাদা থাকতেন। গুঞ্জন উঠেছিল- দীপ্তির গর্ভে নানার সন্তান। গুঞ্জন ছড়িয়ে পড়লে আলাদা থাকতে শুরু করেন নানা-দীপ্তি। কারণ, গর্ভের সন্তানকে মেনে নিতে রাজি ছিলেন না নানা পাটেকর। তাই বাধ্য হয়ে গর্ভপাত করতে হয়েছিল দীপ্তি নবলকে। তারপর স্বামী এবং প্রেমিক দুজনের থেকেই বিচ্ছিন্ন হয়ে যান তিনি।

১৯৭৮ সালে অভিনয় ক্যারিয়ার শুরু করেছিলেন নানা পাটেকর। হিন্দি এবং মারাঠি চলচ্চিত্রে অভিনয় করে একাধিকবার জাতীয় পুরস্কার ঘরে তুলেছেন নানা। ১৯৮৯ সালে 'পারিন্দা' সিনেমায় অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্বচরিত্র ক্যাটাগরিতে জাতীয় পুরস্কার ও ফিল্মফেয়ার পুরস্কার পান তিনি। চলচ্চিত্র শিল্পে বিশেষ অবদানের জন্য ২০১৩ সালে 'পদ্মশ্রী' সম্মাননা দেওয়া হয় নানা পাটেকরকে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে