রবিবার, ১০ জানুয়ারী, ২০২১, ১১:৪১:৫২

বাবা ৩০ বছর ক্ষমতায় অথচ আমরা টিনের বাড়িতে থাকি : চিত্রনায়ক রোশান

বাবা ৩০ বছর ক্ষমতায় অথচ আমরা টিনের বাড়িতে থাকি : চিত্রনায়ক রোশান

বিনোদন ডেস্ক : আমার বাবা আখাউড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের তিনবারের চেয়ারম্যান ও পৌরসভার দুইবারের মেয়র। ৩০ বছর ধরে ক্ষমতায় অথচ বাবা আমাদের জন্য একতলা একটা পাকা বাড়ি করে দিতে পারেননি। আখাউড়ায় আমরা টিনের বাড়িতে থাকি। আমার বাবা এতটাই সৎ যে ক্ষমতায় থেকেও নিজের ও পরিবারের জন্য কিছু করতে পারেননি। নিজের কোনো ব্যবসা নেই। যার কারণে সঞ্চয়ও নেই। এমন বাবাকেই আমি শ্রদ্ধা করি, বাবার জন্য আমার গর্ব হয়।

জিয়াউল রোশানের তেজস্বী কণ্ঠে বাবাকে নিয়ে এমন গৌরবময় শব্দমালা ইথারে ভেসে ভেসে আসছিল। আসন্ন আখাউড়া পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী নুরুল হক। বাবার পক্ষে নির্বাচনী প্রচারে নেমেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় হয়ে উঠতে থাকা নায়ক রোশান। 

রোশান বলেন, সর্বশেষ নির্বাচনে আমার বাবা হেরে গেছেন অনৈতিক শক্তির কাছে। অথচ আমার বাবা বিগত ৩০ বছরে আখাউড়াকে একটা রোল মডেল শহরে পরিণত করেছেন। একটা মফস্বল শহরকে করেছেন আলোকিত শহরে। তৃতীয় শ্রেণির পৌরসভাকে উন্নীত করেছেন দ্বিতীয় শ্রেণিতে। আমার বাবার নামে একটা কটূ কথা প্রচলিত নেই আখাউড়ায়। তাই আমি বিশ্বাস করি, আমার বাবা এবার মেয়র পদে নির্বাচিত হবেন, তার আগে অবশ্যই বলব তিনিই মনোনয়ন পাবেন।

গত নির্বাচনে হেরে যাওয়া প্রসঙ্গে রোশান বলেন, গত নির্বাচনে ভোট চুরি হয়েছিল। যে শ্রেণিটি আখাউড়া শহরে মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করে, সেই অপশক্তি ব্যালট চুরি করে জয় ছিনিয়ে নেয়। এবার সে সুযোগ দেব না। এবার আমি পথে নেমে দেখেছি, আমার বাবাকে মানুষ কী পরিমাণ ভালোবাসে। যেখানেই যাচ্ছি যোগ্য বাবার সন্তান হিসেবে আমি মূল্যায়ন পাচ্ছি, গর্বে আমার বুকটা ভরে যাচ্ছে।

আগামী ১৪ ফেব্রুয়ারি আখাউড়া পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে মেয়র পদে লড়ার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন রোশানের বাবা আওয়ামী লীগ নেতা নুরুল হক ভূঁইয়া। চিত্রনায়ক রোশান মডেলিংয়ের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। ২০১৬ সালে রক্ত চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রজীবন শুরু করেন। রক্তে তার বিপরীতে অভিনয় করেন পরীমণি। চলচ্চিত্রটি ২০১৬ সালের ঈদুল আজহায় বাংলাদেশ এবং ভারতে মুক্তি পায়।

বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নির্মিত ধ্যাততেরিকি তার দ্বিতীয় চলচ্চিত্র। শামিম আহমেদ রনি পরিচালিত ছবিটিতে আরো আছেন ফারিন খান, আরিফিন শুভ এবং নুসরাত ফারিয়া মাজহার। ২০১৭ সালে মুক্তি পায় তার অভিনীত ভারতীয় বাংলা চলচ্চিত্র ককপিট। অভিনেতা দেব প্রযোজিত এই ছবিতে তিনি দেবের সঙ্গে পার্শ্বভূমিকায় অভিনয় করেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে