সোমবার, ০১ ফেব্রুয়ারী, ২০২১, ০৭:৫০:২৭

'আজকে যিনি তেরঙ্গাতে কাল ভক্ত রামে' গান গেয়ে বিজেপির তোপের মুখে শিল্পী নচিকেতা!

'আজকে যিনি তেরঙ্গাতে কাল ভক্ত রামে' গান গেয়ে বিজেপির তোপের মুখে শিল্পী নচিকেতা!

বিনোদন ডেস্ক : 'লাল ফিতে সাদা মোজা' হোক বা 'ও ডাক্তার' কিংবা 'যখন সময় থমকে দাঁড়ায়'… তার গানের সুর ও শব্দের জাদুতে মুগ্ধ ফ্যানেরা। তার গানই তার পরিচয়, তিনি নচিকেতা চক্রবর্তী। তবে শুধু গান নয়, গানের সঙ্গে বির্তকও যেন আষ্টেপৃষ্টে বেঁধে রেখেছে নচিকেতাকে। সেই গোড়ার দিক থেকেই, বির্তক কিছুতেই তার পিছু ছাড়ে না।

গত শুক্রবার পশ্চিমবঙ্গের বর্ধমান উত্‍সব মঞ্চে নচিকেতার গান এবং গানের ফাঁকে বলা কিছু কথা নিয়ে বিতর্ক দানা বেঁধেছে নতুন করে। এবার তার গান ও কথার বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়েছেন বিজেপির কর্মী-সমর্থকরা। সেদিন বর্ধমান পৌর উত্‍সবে আমন্ত্রিত অতিথি শিল্পী ছিলেন নচিকেতা। নচিকেতার গান আর তার গানের ফাঁকে বাক্যবাণ বরাবরই আগুন ঝরায়। এবারেও তার ব্যতিক্রম হয়নি। 

তবে এবারে অভিযোগ উঠেছে, তিনি নাকি শালীনতার সীমা ছাড়িয়ে গেছেন! দলত্যাগী নেতাদেরকেই মঞ্চ থেকে আক্রমণ করেছেন নচিকেতা। শুক্রবার অনুষ্ঠানের রাতে উত্‍সবের মঞ্চ থেকে তিনি গান ধরেন, 'আজকে যিনি তেরঙ্গাতে কাল ভক্ত রামে।' তার এই গান খুবই পরিচিত ও চর্চিত হলেও বর্তমান রাজনৈতিক পেক্ষাপটে এই গান অনেকেরই না-পছন্দ। তার উপর গানের গাওয়ার ফাঁকে তিনি বলেন, 'এরা নিজেদের চরিত্রবান ভাবে। নচিকেতা চরিত্রহীন কারণ প্রেমে পড়ে। এদের চরিত্র ভাবো।' 

এখানেই তিনি ইতি টানেননি। এর সঙ্গেই আরও অশালীন শব্দ প্রয়োগ করেন, যা নিয়ে বির্তক আরও জোরালো ভাবে দানা বেঁধেছে। এদিন নচিকেতার করা মন্তব্য নিয়ে চরম ক্ষোভ উগরে দেয় বিজেপি। জেলা বিজেপির যুব মোর্চার সভাপতি শুভম নিয়োগী বলেন, 'সেলিব্রিটি বা শিল্পীদের নিজেদের মর্যাদায় থাকা উচিত। ওটা বর্ধমান উত্‍সব নয়। এখন ওটা তৃণমূল উত্‍সবে পরিণত হয়েছে।' উল্লেখ্য, ২০০০ সালে এই বর্ধমান উত্‍সবের সূচনা হয়। বর্ধমান পৌরসভার উদ্যোগে আয়োজিত দশদিনের উত্‍সবটি বাম আমল পেরিয়ে তৃণমূল আমলে পৌঁছায়। 

তবে উত্‍সবের নাম পাল্টে হয় বর্ধমান পৌর উত্‍সব। এর আগেও শিল্পীরা এসে নানা বক্তব্য রেখেছেন এই মঞ্চে। তবে নচিকেতার গান এবং তার শব্দপ্রয়োগ এবার বিতর্কের জন্ম দিল। জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিত্‍ দাস বলেন, 'শিল্পী কী বলবেন, কী গান করবেন সবই বিজেপি ঠিক করে দেবে নাকি! এই কালচার বা সংস্কৃতি বাংলায় কোনও দিন ছিল না। আর বিজেপির কাছে বাংলার মানুষকে সংস্কৃতি শিখতে হবে না। বাংলার মানুষ সংস্কৃতি বোঝেন ও জানেন।'

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে